adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ক্ষমতায় গেলে বিএনপি প্রতিশোধ নেবে না’

333_93097ডেস্ক রিপোর্ট : ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, বিএনপি জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে’।
একতরফা ভোটবিহীন নির্বাচনে গঠিত সরকার নিজেদের মতাকে সংহত করতে গিয়ে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে ইতোমধ্যেই তছনছ করে ফেলেছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন বিএনপি প্রতিবাদ করছে এবং জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি থেকে এক চুলও সরে আসছে না, তখন সরকার সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য, কাল্পনিক মামলা দিয়ে তাদের গ্রেফতার করছে, নির্যাতনও চালাচ্ছে।
বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না বরং জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া