adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিরিয়াকে লড়াই করতে সুপারসনিক মিগ-৩১ দিল রাশিয়া

62dd430d56fc0617731c6ccade8934e1_XLআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়াকে ছয়টি মিগ-৩১ বিমান সরবরাহ করেছে রাশিয়া।  তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বিরোধী লড়াইয়ে আরব এ দেশটিকে সহায়তা করার ল্েয অত্যাধুনিক এ সব যুদ্ধ বিমান  সরবরাহ করে রাশিয়া।
 
তুরস্কের ইংরেজিভাষী ওয়েবসাইট বিজিএন নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ২০০৭ সালের উভয় দেশের চুক্তির আওতায় সুপারসনিক এ সব বিমান দামেস্ককে সরবরাহ করে মস্কো। চুক্তি অনুযায়ী দেশটিকে আরো দু’টি বিমান মস্কোকে সরবরাহ করতে হবে।
 
প্রতিরা সরঞ্জাম আমদানি-রফতানিতে নিয়োজিত রুশ সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট এ খবর নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করতে চায় নি। এ ছাড়া, দামেস্কও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায় নি। বিজিএন নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে তাকফিরি বিরোধী লড়াইয়ে ব্যাপকভাবে জড়িত দেশটির সামরিক সমতা বাড়ানোর রুশ পরিকল্পনার অংশ হিসেবে এ সব বিমান দেয়া হয়।
এ দিকে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল বিরোধী লড়াইয়ে সহায়তা করার জন্য বাগদাদকে  ২০১৪ সালে এমআই-২৮ হেলিকপ্টার সরবরাহ করেছে মস্কো।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া