adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামাদি অভিযানে এগুচ্ছে ইরাকি বাহিনী; রেলস্টেশন দখল

4b87cf577ee37e120af3c4a1f046d775_XLআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের রাজধানী রামাদি শহর অভিমুখে সামরিক অভিযানে এগিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। তাদেরকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে পপুলার মোবিলাইজেশন ইউনিট ও উপজাতি স্বেচ্ছাসেবী যোদ্ধারা।
 
এরইমধ্যে শহরের প্রবেশপথের একটি রেলস্টেশন দখল করে নিয়েছে সেনাবাহিনী। এছাড়া, সেনা অভিযানে আইএসআইএল’র অন্তত এক ডজন উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে। তিন দিক থেকে ইরাকি বাহিনী রামাদির দিকে এগিয়ে যাচ্ছে এবং শহরের বেশ কাছাকাছি পৌঁছে গেছে। আইএসআইএল সন্ত্রাসীরা গত মে মাসের দিকে রামাদি শহর দখল করে নেয়। ইরাকের প্রতিরা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা রামাদির খামসা কিলো এলাকা দখল করে নিয়েছে।
 
আইএসআইএল সন্ত্রাসীদের হাত থেকে আল-আনবার প্রদেশ মুক্ত করার জন্য লড়াই করছে ইরাকি বাহিনী। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধার করতে হলে আনবার প্রদেশের নিয়ন্ত্রণ নেয়া একান্তই জরুরি।
এদিকে, ফালুজা শহরের বাইরে ইরাকি সেনাবাহনীর ওপর হামলা চালিয়ে অন্তত ১৭ সেনাকে হত্যা ও ১৫ জনকে আহত করেছে সন্ত্রাসীরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া