adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে পাঁচতলা ভবন হেলে পড়েছে

Bhobon1439573980ডেস্ক রিপোটর্চ : চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কুলগাঁও টেনারী বটতল নামক এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে আরেকটি ভবনের ওপর পড়ে যায়। তবে কোনো য়তির খবর পাওয়া যায়নি। 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপরে (চউক) অনুমোদনহীন ‘লায়লা ইসলাম মঞ্জিল’ নামের এই ৫তলা ভবনের বিভিন্ন অংশে বেশ কিছুদিন আগে ফাটল দেখা দেয়। এতে উন্নয়ন কর্তৃপকে স্থানীয়রা জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

ফাটল দেখা দেওয়ায় গত ১১ আগস্ট এই ভবনের ব্যাপারে চউক বরাবরে লিখিত অভিযোগ করেছে পাশের ভবন ফরিদ ম্যানশনের মালিক ফরিদ আহমেদ। শুক্রবার সকালে চউকের এক কর্মকর্তারা সরেজমিনে গেলে আগামী দুই দিনের মধ্যে হেলে পড়া লায়লা ইসলাম মঞ্জিলসহ দুটি ভবনের অননুমোতি বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। তবে হেলে পড়া ভবনে কোন দুর্ঘটনার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিডিএর অথরাইজ কর্মকর্তা- ১ মনজুর হাসান।

অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে অনুমোদন ছাড়াই নির্মাণ করা এ ভবন রা করতে সিডিএর কর্মকর্তারা মোটা অংকের টাকা নেন। লায়লা মঞ্জিলের শফি নামের দায়িত্বশীল ব্যক্তি বলেন, এ ভবনের ব্যাপারে সিডিএর অনুমোদন রয়েছে। কাগজপত্রের নকল সিডিএর কর্মকর্তাদের দেওয়া হয়েছে। এটিতে ফাটল বা কোন ধরনের সমস্যা নেই।
আশপাশের বাসিন্দারা জানান, কয়েক বছর আগে লায়লা মঞ্জিলসহ কয়েকটি ভবন নির্মাণ করা হয়। বেশ কয়েকদিন আগে থেকেই লায়লা মঞ্জিলে ফাটল ও সামান্য হেলে পড়তে দেখা গেলেও মালিক এ ব্যাপারে কর্ণপাত করেননি। এতে ভাড়াটিয়াসহ আশ-পাশের লোকজনও আতঙ্কের মধ্যে ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া