adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিল দলে ফিরলেন কাকা

brazil1439523486স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সমর্থকদের জন্যে সুখবর দিলেন কোচ দুঙ্গা। দলে ফিরিয়ে এনেছেন মিডফিল্ডার কাকাকে। তার সঙ্গে ফিরেছেন হাল্কও। যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপে দুটি প্রীতি ম্যাচের জন্যে দুঙ্গার ২৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই দুই অভিজ্ঞ ফুটবলার।
 
আগামী ৫ সেপ্টেম্বর নিউ জার্সিতে কোস্টারিকার বিপে ও ৯ সেপ্টেম্বর ফক্সবরোতে যুক্তরাষ্ট্রের বিপে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
 
২০১৪ বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর কাকাকে দলে ফিরিয়ে আনেন দুঙ্গা। আর্জেন্টিনা ও জাপানের বিপে ম্যাচের স্কোয়াডে ছিলেন কাকা। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ব্রাজিল দল থেকে আবারও বাদ পড়েন ২০০৭ ফিফা বর্ষসেরা ফুটবলার। চার মাস পর দলে ফিরে ৩৩ বছর বয়সি কাকা নিজেকে আবারও চেনাতে পারেন কিনা তাই দেখার বিষয়।
 
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপে খেলার আগে অক্টোবরে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে নেইমার-অস্কাররা। দুটি ম্যাচে তাদের প্রতিপ চিলি ও ভেনিজুয়েলা।  
 
ব্রাজিল দল :  ফরোয়ার্ড : রবের্তো ফিরমিনো, নেইমার, লুকাস মউরা, হাল্ক, দগলাস কস্তা।
 
মিডফিল্ডার : লুইস গুস্তাভো, ফের্নানদিনিয়ো, এলিয়াস, রামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা, কাকা।
 
ডিফেন্ডার : দাভিদ লুইস, মারকুইনিয়োস, মিরান্দা, গাব্রিয়েল পাউলিস্তা, দানি আলভেস, ফিলিপে লুইস, দানিলো, দগলাস কস্তা।
 
গোলরক : জেফারসন, মার্সেলো গ্রোহে, আলিসন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া