adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর করবে ‘এ’ দল

bangladesh_cric1439521524ক্রীড়া প্রতিবেদক : অনুর্ধ্ব-১৯ দলের পর এবার দণি আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। দণি আফ্রিকা সফর শেষে জিম্বাবুয়েতেও যাবে দলটি। ৩৬ দিনের সফরটি শুরু হবে আগামী ১৫ অক্টোবর।
 
গত জুলাইয়ে দণি আফ্রিকা সফর করে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরে দণি আফ্রিকার যুবারের বিপে ওয়ানডে সিরিজ জয় করে জুনিয়র টাইগাররা। এবার ‘এ’ দলের পালা। ‘এ’ দল সেখানে ফ্র্যাঞ্চাইজি দল টাইটানের বিপে খেলবে।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ১৫ অক্টোবর দণি আফ্রিকা যাবে বাংলাদেশ এ’ দল। টাইটানের বিপে একটি তিন দিনের ও দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে ‘এ’ দল। এরপর দল যাবে জিম্বাবুয়ে সফরে। সেখানে স্বাগতিক দএদ দলের সঙ্গে দুটি চার দিনের ও তিনটি লিস্ট এ’ দল ম্যাচ খেলে ২১ নভেম্বর দল দেশে ফিরবে ।
 
‘এ’ দলের এখনো স্কোয়াড নির্বাচন করেননি নির্বাচকরা। তবে পাইপলাইনে থাকা সব ক্রিকেটাররা এখন অনুশীলনে ব্যস্ত। হাই পারফরম্যান্স স্কোয়াডহ পনি’তে ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া