adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘চার মন্ত্রী নাস্তিক’

atheist_78671নিজস্ব প্র্রতিবেদক : প্রয়াত মুফতি আমিনীর ছেলে মাওলানা আবুল হাসানাত আমিনী সরকারের ৪ মন্ত্রীকে ‘নাস্তিক’ হিসাবে আখ্যায়িত করলেন। এই চার মন্ত্রী হলেন-কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসরকারি বিমার ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে চার মন্ত্রীকে নাস্তিক আখ্যায়িত করেন তিনি।
‘ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি’-তে খেলাফতে ইসলামী বাংলাদেশ আয়োজিত সমাবেশে দলটির আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়াররম্যান আবুল হাসানাত আমিনী বলেন, ‘প্রধানমন্ত্রীর চার পাশে নাস্তিক-মুরতাদরা রয়েছে। এই নাস্তিক-মুরতাদ মতিয়া চৌধুরী, সুরঞ্জিত, ইনু, রাশেদ খান মেনন। এই নাস্তিকরা প্রধানমন্ত্রীকে ঘেরাও করে রেখেছে। এই নাস্তিকদের কারণেই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংসদে আইন পাস হচ্ছে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যদি নাস্তিক-মুরাদদের প্রধানমন্ত্রী না হন, মুসলমানদের প্রধানমন্ত্রী হন তাহলে আইন পাস করুন। নাস্তিক মুরতাদরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, এদের বিরুদ্ধে আইন পাস করতে হবে। যদি আইন না পাস করে আমরা সংসদ অভিমুখে লংমার্চ করবো ইনশাল্লাহ।’
তিনি আরো বলেন, ‘নাস্তিক-মুরতাদ লতিফ সিদ্দিকীর যদি বিচার না হয়, বাংলার জমিনে সকল নাস্তিক-মুরতাদের মাটির নিচে পুঁতে ফেলা হবে।’
সমাবেশে হাসানাত আমিনী প্রায় ৮ মিনিট বক্তব্য দেন। এর আগে বক্তব্য দেন- খেলাফতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা আলতাফ হোসাইন, উলামা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমেদ, মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যব হোসাইন, দলের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম, মহা সচিব মাওলানা ফজলুল রহমান প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেসকাব গিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া