adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অজিঙ্কা রাহানের বিশ্বরেকর্ড

Ajinkya_Rahane_bg_856260068স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে গিয়ে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন ভারতের ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। তবে, ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়ে নেমে সাদা পোশাকের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে আটটি ক্যাচ নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।
রাহানে প্রথম ইনিংসে ব্যাট হাতে শূন্য রানেই ফিরেছেন। দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট হাতে নামেননি তিনি। তবে, গল টেস্টের তৃতীয় দিন শেষে রাহানের ঝুলিতে রেকর্ড আটটি ক্যাচ। ফিল্ডিংয়ে ‘আউট ফিল্ড’ খেলোয়াড় হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড এটি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে এর আগে উইকেটরক ছাড়া সাতটির বেশি ক্যাচ ধরতে পারেনি কেউই।

প্রথম ইনিংসে করুনারতেœ, থিরিমান্নে আর দিনেশ চান্দিমালের ক্যাচ নিয়েছিলেন রাহানে। আর লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ক্যাচ নিয়েছেন আরও ৫টি। তার তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেছেন ধাম্মিকা প্রসাদ, সাঙ্গাকারা, থিরিমান্নে, রঙ্গনা হেরাথ আর জীহান মুবারক।

টেস্টের ইতিহাসে আউট ফিল্ডে দাঁড়িয়ে ক্যাচের আগের বিশ্ব রেকর্ড ছিল সাতটি। সাতটি করে ক্যাচ নিয়েছিলেন পাঁচজন। ১৯৭৪ সালের ১৩ ডিসেম্বর ইংল্যান্ডের বিপে সাতটি ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ১৯৭৭ সালে ইংলিশদের বিপইে সাতটি ক্যাচ নিয়েছিলেন ভারতের যোগাবিন্দ্র সিং।

১৯৯২ সালের ৬ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপে ম্যাচে সাত ব্যাটসম্যানকে তালুবন্দি করেন শ্রীলঙ্কার হাসান তিলকারতেœ। ৫ বছর পর আবারো সাতটি ক্যাচ নেওয়ার ঘটনায় নাম লেখান কিউইদের কিংবদন্তি ক্রিকেটার স্টিফেন ফেমিং। জিম্বাবুয়ের বিপে তিনি এ রেকর্ড স্পর্শ করেন। সর্বশেষ ২০০৪ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার বিপে সাতটি ক্যাচ লুফে নেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া