adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলের কব্জা করা ড্রোন কাজে লাগাচ্ছে হামাস

ba38b2293f508af3995240882333c748_XLআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের কব্জা করা ড্রোনটি এখন কাজে লাগাচ্ছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
 
গত ২২ জুলাই হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম স্কাইলার্ক-ওয়ান নামের এ ড্রোনটি কব্জা করেছিল। তারপর হামাস ওই ড্রোনকে অকার্যকর করে এবং পরে নিজেদের মতো করে আবার কাজে লাগানোর জন্য আসেম্বল করে। এখন সেটি পরিপূর্ণভাবে কাজে লাগানোর উপযোগী হয়ে উঠেছে। বুধবার হামাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
 
ড্রোনটির নিরাপত্তার দিক এবং এর ভেতরে সিস্টম ও যেসব প্রযুক্তি বসানো ছিল তা পরীা করে দেখা হয়েছে। তারপর নতুন করে তা অ্যাসেম্বল করা হয়। এখন একে আল-কাসসাম ব্রিগেডের কাজে লাগানোর জন্য দেয়া হয়েছে। বিবৃতিতে হামাস এ সফলতাকে বিরাট বিজয় বলে উল্লেখ করে তা ফিলিস্তিনি জনগণের জন্য উৎসর্গ করেছে। এছাড়া এ সফলতাকে জনগণ ও হামাসের শক্তি বলেও উল্লেখ করা হয়েছে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া