adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেহালদশা ঘটিভাংগা প্রধান সড়কের

imagesজামাল জাহেদ, কুতুবজোম (কক্সবাজার) : মহেশখালি  উপজেলার জনবহুল এলাকা কুতুবজোম ঘটিভাংগার প্রধান সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত। একদিকে সড়কটির বেহালদশা অপরদিকে টানা বর্ষনে জন দুর্ভোগের নেই কোন কমতি। এজন্য উপজেলা কর্তৃপও জনপ্রতিনিধিদের চরম ব্যর্থতা এবং উদাসীনতায় ােভ প্রকাশ করেছেন সর্বস্থরের মানুষ। কিন্তু স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি কারও নেই কোন মাথা ব্যাথা। পুরা ঘটিভাংগা নামক স্থান ঘটিভাংগা পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় সড়ক এখন অদৃশ্য হওয়ার পথে। 

ঘটিভাংগার একমাএ সড়ক দিয়ে বিভিন্নস্থানের ব্যবসা বাণিজ্যের বড় ট্রাক ও মিনি ট্রাকসহ সিএনজি  যাতায়াত করে। এ ছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন ও পথচারীরা যাতায়াত করে অনায়সে,তাজিয়াকাটা সোনাদিয়ার প্রায় হাজার হাজার মানুষ এ সড়কে দিয়ে যাতায়াত করে,। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনে এখন মৃত্যুফাঁদ হয়েছে,বরাবরের মতো সেই রাস্তা দিয়েই সচিব,মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ,উপজেলা চেয়ারম্যান ,নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গরা পরিদর্শন করলেও তাদের কোন মাথাব্যথা  নেই। এ রাস্তা যেন এখন যানবাহন ও জনসাধারনের জন্য মরণ ফাঁদ। যে কোন সময় কেড়ে নিতে পারে শত শত প্রাণ। যেহেতু বেশ কয়েকবার বিভিন্ন যানবাহন উল্টে গিয়েও প্রানে বেঁচে গিয়েছে যাত্রীরা। এখন মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া গ্রামীণ অভ্যন্তরীণ রাস্তা গুলোর উন্নয়ন না হওয়ায় বছর যেতে না যেতেই পূর্বের চেহারায় ফিরে যাচ্ছে। স্থানীয় অনেকে ােভ প্রকাশ করে বলেছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ঘটিভাংগা এসে রাস্তা-ঘাটের করুন দশা দেখে ধিক্কার দিয়ে যায়। তারা বলেন, এ দেশে কি জনপ্রতিনিধি নেই! এদিকে সড়ক ও জনপথের একটি দায়িত্বশীল সূত্রে বলেন,সংস্কারের সময় সড়ক ও জনপথের প্রকৌশলীর বেশী গুরুত্ব ছিল না বলে আজ এই পরিণতি। এ ব্যাপারটি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের তিনি বলেন, ইতিমধ্যেই আমি একসিয়েন্ট-সড়ক ও জনপথের নির্বাহী কৌশলীকে অবগত করেছি আমার জানামতে কিছু কিছু জায়গায় ইট উঠে গেছে,অতিসত্বর ব্যবস্থা করবেন বলে জানান তিনি। এমপি সাহেব এবং  সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্তৃপরে নিকট অতিদ্রুত এই সমস্যার সমাধানের অনুরোধ জানাচ্ছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া