adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬৩ স্কুলে নলকূপ স্থাপনে অনিয়ম অনুসন্ধানে দুদক

ACC-thereport24ডেস্ক রিপোর্ট : বগুড়া জেলার ১৬৩টি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ স্থাপন নামে লাখ লাখ টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বগুড়ার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এ অভিযোগ সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিমন। অভিযোগ অনুসন্ধানে বগুড়ার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, ২০১৩-১৪ অর্থ বছরের পিইডিপি-৩ প্রকল্পের আওতায় বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় নলকূপ স্থাপনের কাজ শুরু করা হয়। বগুড়ার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান ও প্রকল্প পরিচালক (পিডি) সাইফুর রহমান পরস্পর যোগসাজশে বিভিন্ন উপজেলায় ১৬৩টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনকৃত নলকূপ দেখিয়ে সরকারের লাখ লাখ টাকা আত্মসাত করেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে এমন অভিযোগ দুদকে আসলে পরবর্তী সময়ে কমিশন তা যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অভিযোগ দ্রুত অনুসন্ধানে ইতোমধ্যেই দুদক থেকে অনুসন্ধানকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া