adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শচীনের ‘ভারতরতœ’কেড়ে নেওয়া হচ্ছে না

Sachin_Tendulkar_bg_213161336স্পোর্টস ডেস্ক : সব আলোচনা-সমালোচনা শেষ করে অবশেষে ‘ভারতরতœ’ হিসেবেই থাকছেন সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট এ রায় দিয়েছেন।
এর আগে শচীনের বিরুদ্ধে ভারত রতেœর অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছিলো। অভিযোগে বলা হয়েছিল, টেলিভিশনের বিজ্ঞাপনে মাত্রাতিরিক্তভাবে দেখা যায় শচীনকে। একজন ভারতরতœ পাওয়া ব্যক্তির সম্মান এতে ক্ষুণœ হচ্ছে। এছাড়া রাষ্ট্রপতির তরফ থেকে শচীনকে যে সম্মান দেওয়া হয়েছে, তার অপব্যবহার করছেন তিনি।
শচীনের বিরুদ্ধে এমন অভিযোগের পিটিশন ফাইল করেছিলেন ভোপালের ভিকে নাসওয়াহ। তবে সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন মধ্যপ্রদেশের হাইকোর্ট। 
ডিভিশন বেঞ্চের বিচারপতি রাজেন্দ্র মেনন এবং এস কে গুপ্ত অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছেন, শচীনের কাছ থেকে এই সম্মান কেড়ে নেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। আর এ অভিযোগের উপর ভিত্তি করে বিচারকার্য সম্পাদন করাও সমর্থনযোগ্য নয়। 
অভিযোগে শচীনের থেকে ভারতরতœ ফেরত নেওয়ারও আর্জি জানানো হয়েছিল। বিচারপতি রাজেন্দ্র মেনন এবং এস কে গুপ্ত জানিয়েছেন, অভিযোগকারী ভিকে নাসওয়াহ ইচ্ছে করলে তার অভিযোগটি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যেতে পারেন। তবে আপাতত শচীনের এ সম্মাননা কেড়ে নেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের হাইকোর্ট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া