adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৫তম বিসিএস লিখিত পরীক্ষায় ব্যবহার করা যাবে ক্যালকুলেটর

bcs-thereport24নিজস্ব প্রতিবেদক : বিসিএসের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পূর্বের সিদ্ধান্ত সংশোধন করে গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি। তবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে পূর্বের নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।
আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৬ জুলাই এ পরীক্ষার সূচি প্রকাশ করে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছিল পিএসসি।
গত বছরের ২৩ সেপ্টেম্বর এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। পরে গত ৬ মার্চ বিসিএসের রেকর্ডসংখ্যক দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ ২০ হাজার ৩৯১ জন প্রার্থী এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া