adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া- আজ চুক্তি সই

MALAYAনিজস্ব প্রতিবেদক : বহুদিন ধরে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার আলোচনা চলছিলো বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে। কিন্তু এ ব্যাপারে সফল আলোচনা হয়নি।  এবার চুড়ান্ত আলোচনা করতে মালয়েশিয়ার চার সদস্যের প্রতিনিধি দল আজ ৯ আগস্ট রোববার দুপুরে ঢাকায় আসছে। বাংলাদেশ থেকে আগামী ৩ বছরে ১৫ লাখ শ্রমিক নেয়ার জন্য চূড়ান্ত চুক্তি সই হবে আজ। 
বেসরকারিভাবে রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে সরাসরি মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য দেশটির সঙ্গে চুক্তি করা হচ্ছে। সম্প্রতি মালয়েশিয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি আগামী ৩ বছরে দেশটিতে ১৫ লাখ শ্রমিক নেবেন বলে জানান।

এদিকে প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, আজ মালয়েশিয়া থেকে প্রতিনিধি দল আসছে। বেসরকারিভাবে কোনো প্রক্রিয়ায় কত সহজে শ্রমিক পাঠানো যায়, সে সব বিষয়ে আলোচনা হবে। অভিবাসন খরচ কম রাখার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে জানান তিনি। মন্ত্রী আরো জানান, বর্তমানে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত শ্রমিকদের বৈধ করার বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া