adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুই শতাধিক বাংলাদেশি গ্রিসের দ্বীপে আটকে পড়লো

GREECEআন্তর্জাতিক ডেস্ক :  গ্রিসের কুস দ্বীপে গত তিন সপ্তাহ ধরে আটকে আছেন দুই শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী। তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন। তারা দালালের মাধ্যমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসে এসেছিলেন।
জানা গেছে, তুর্কি থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন বাংলাদেশ-পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে কয়কশ’ অভিবাসী। কিন্তু শেষ পর্যন্ত গ্রিসের রাজধানী এথেন্সে ঢুকতে না পারায় কুস দ্বীপে অবস্থান নেন।

ওই দ্বীপে আটকে পড়াদের কয়েকজন তাদের পরিবারের সদস্যদের কাছে জানিয়েছেন, তুরস্কের ইস্তাম্বুল থেকে তারা দালালের মাধ্যমে প্রথমে বদরুম শহরে আসেন। সেখান থেকে ওই দালালরা একটি মোটর লাগানো হাওয়ার নৌকায় তুলে সঙ্গে একটি বৈঠা দিয়ে দেয়। ওই নৌকায় করে অনেক কষ্টে গ্রিসের কুস দ্বীপে এসে প্রায় দুইশ’ বাংলাদেশি অবৈধ অভিবাসী আটকা পড়ে রয়েছেন।
তারা আরও জানান, এখানে স্থানীয় পুলিশের কাছ থেকে এক মাসের জন্য একটা স্টে-পেপার পাওয়া যেত। কিন্তু এখন সেটাও দিচ্ছে না। তাই আমরা দেশে আসতে চাইলেও পারছি না। তারা এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া