adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকটিকি মানুষ!

news_img (6)ডেস্ক রিপোর্ট : টিকটিকি সম্পর্কে আমাদের সবারই কমবেশি ধারণা আছে। কিন্ত কতজন লোক টিকটিকি মানুষ দেখেছেন? সম্প্রতি যুক্তরাষ্ট্রের দণি ক্যারোলিনার জলাভূমিতে দেখা গেছে টিকটিকি মানুষ। খবর দ্য মিরর অনলাইনের। 

টিকটিকি মানুষের উচ্চতা ৭ ফুট। দেখতে দৈত্যাকার সরীসৃপের মত। বিশপভিলের শহরের জলাভূমির দিকে চলতে দেখা যায় তাকে। বলা হচ্ছে ৩০ বছর আগে তাকে একবার দেখা গিয়েছিল। 

কিন্তু সম্প্রতি এক নারীর ক্যামেরায় ধরা পড়ে টিকটিকি মানুষ। সে নারীর নাম সারা বেরা।  সারা গত রবিবারে এক বন্ধুর সঙ্গে গির্জার দিকে যাচ্ছিলেন। তখন তার চোখে ধরা পড়ে এই অদ্ভুত জীব। তার কাছে রতি মোবাইল ফোন দিয়ে তিনি ওই দৈত্যাকার সরীসৃপ টিকটিকি মানুষের ছবি তোলেন। 
এবিসি নিউজকে তিনি এ বিষয়ে একটি সাাৎকার দিয়েছেন। ১৯৮৮ সালে ক্রিস্টোফার ডেভিস টিকটিকি মানুষকে প্রথম দেখেছিল। এরপর তাকে জীবিত ধরার জন্য মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল সেখানকার কর্তৃপ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া