adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ইংলিশ লিগের আসর

EPLস্পোর্টস ডেস্ক : বাকি উনিশ দলের চ্যালেঞ্জ উড়িয়ে প্রিমিয়ার লিগ নিজেদের দখলে রাখতে পারবে চেলসি?
দশ বছরেরও বেশি অভিশাপ কাটিয়ে কি ফের শৃঙ্গে উঠবে আর্সেনাল?
গত কয়েক বছরের মতো ফের ম্যানচেস্টারই হবে প্রিমিয়ার লিগ শিরোপার গন্তব্যস্থান?
ফরাসী লিগ ফ্রেঞ্চ লিগা ওয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট মৌসুম। আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরও একটি রোমাঞ্চকর মওসুম। যেখানে মেসি, রোনালদো, নেইমারের মতো বিস্ময় ফুটবলার হয়তো নেই। তবে সারা বিশ্বে জনপ্রিয়তার দিক থেকে ইপিএলের ধারেকাছে আসে না অন্য কোন কোনও ফুটবল লিগ। যেখানে এল ক্লাসিকোর মতো একটা মেগা গ্ল্যামার ম্যাচ হয়তো নেই। কিন্তু আছে একাধিক ঐতিহ্যমণ্ডিত লড়াই। জাপান থেকে বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র। সর্বত্রই ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে উš§াদনা।
গত বারের চ্যাম্পিয়ন চেলসি দলবদলের বাজারে খুব একটা নতুন মুখ যোগ করতে পারেনি। কিন্তু প্রাক মওসুমের ম্যাচগুলোতে নব্বই মিনিটে কোনও জয় না থাকায় ইংলিশ প্রিমিয়ার লিগের বল গড়ানোর আগেই প্রশ্ন উঠে গেছে, দলে কি কোনও ভালোমানের ফুটবলার সই করানো উচিত ছিল না? যদিও চেলসির সঙ্গে চার বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করে মরিনহো বলছেন, ‘আমার দল ভাল অবস্থাতেই আছে। আপনারাই বলুন, আমি কি কস্তা, উইলিয়ান, হ্যাজার্ড, ম্যাটিচের চেয়ে ভাল ফুটবলার পেতাম দলবদলের বাজারে? সে কারণেই খুব বেশি কাউকে আর দলে নেইনি।’
গত মওসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খুব ভাল খেলতে না পারলেও মরিনহো ফের প্রিমিয়ার লিগে টিকে থাকার লাইফলাইন দিয়েছেন রাদামেল ফ্যালকাওকে। প্রাক মওসুমে ওপেন প্লে থেকে কোনও গোল না পেলেও ফ্যালকাও আত্মবিশ্বাসী, ‘আমাকে চেলসিতে মানিয়ে নিতে সবাই সাহায্য করছে। আগের মওসুম ভাল যায়নি। কিন্তু চেলসিতে এসে কোনও চাপ অনুভব করছি না।’
শনিবার প্রথম ম্যাচে চেলসির জন্য অপেক্ষা করছে সোয়ানসি সিটি। গতবার যাদের বিরুদ্ধে লিগের দু’ম্যাচে নয় গোল করেছিল নীল জার্সি ধারীরা; কিন্তু এবার মরিনহোর মাথাব্যথা বাড়িয়েছেন দিয়েগো কস্তা। যাঁর হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে চেলসি কোচের মন্তব্য, ‘জানি না কস্তার চোট আছে কি না। এক দিন ও ফিট হচ্ছে। আবার পরের দিনই বলছে চোট আছে।’
মরিনহোর মতোই তার চিরপ্রতিদ্বন্দ্বী কোচ আর্সেনালের আর্সেন ওয়েঙ্গারও দলের চোট সমস্যায় বিব্রত। মাঝমাঠের ভরসা উইলশেয়ার চোটের জন্য মওসুমের শুরুর দিকের ম্যাচগুলো থেকে ছিটকে গিয়েছেন। সদ্য দলে যোগ দেওয়া অ্যালেক্সিস সাঞ্চেজও রবিবার ওয়েস্টহ্যামের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারবেন না। তবে প্রিমিয়ার লিগের খরা কাটাতে আর্সেনালের এবার অন্যতম অস্ত্র হতে পারেন গোলকিপার পিটার চেক। এই বহুঅভিজ্ঞ শেষ প্রহরী চেলসিতে এগারো বছর থেকে দলকে এক ডজনেরও বেশি ট্রফি জিততে সাহায্য করেছিলেন। তবে কি আর্সেনালে সই করে উত্তর লন্ডনেও প্রিমিয়ার লিগ আনতে পারবেন চেক? ‘গোটা ক্যারিয়ারে আমি চ্যালেঞ্জ নিয়েছি। আর্সেনালে এবার সই করার পরে সবাই বলছে আমার নতুন ক্লাবই নাকি প্রিমিয়ার লিগ জিতবে। তাতে কিন্তু চাপ আরও বেড়ে গেল।’
দলবদলের বাজারে লন্ডন-ক্লাবগুলো যেখানে এবার শান্ত ছিল, সেখানে  নিজেদের আর্থিক ক্ষমতার প্রমাণ দিয়েছে দুই ম্যানচেস্টার ক্লাব। ম্যানইউ বাস্তেইন সোয়াইনস্টাইগার, মরগ্যান স্নাইডারলিন, মেম্ফিস ডিপে, মাতিও দারমিয়ান, সার্জিও রোমেরোর মতো ফুটবলারদের সাক্ষর করিয়েছে।
অন্যদিকে ম্যানসিটি সই করিয়েছে রহিম স্টার্লিংয়ের মতো নব্য প্রতিভাবানকে। নতুন মওসুমের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি ম্যানইউ আর টটেনহ্যাম হটস্পার। যে ম্যাচে খেলবেন না ইউনাইটেডের এক নম্বর গোলরক্ষক ডেভিড দি গিয়া, ‘মানসিক ভাবে দি গিয়া খেলার জন্য প্রস্তুত নয়। টটেনহ্যাম খুবই ভাল দল। তবে আমরাও তৈরি,’ বলে দিয়েছেন লুই ফান গল। চোটের জন্য প্রথম ম্যাচে ইউনাইটেড কোচ পাচ্ছেন না সোয়াইনস্টাইগারকেও।
এদিকে আবার ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সাক্ষর করলেন ইপিএলে তার দল প্রথম ম্যাচে নামার মাত্র তিন দিন আগে। যদিও সোমবার রাতে ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে সিটির ম্যাচ নিয়ে পেলিগ্রিনির আত্মবিশ্বাসী মন্তব্য, ‘আমি বিশ্বাস করি এই মওসুমে সমর্থকদের খুশি করতে পারবে আমার দল।’
ই্উরোপের অন্যলিগগুলো শুরু হচ্ছে যেদিন
স্প্যানিশ লা লিগা: ২১ আগস্ট
জার্মান বুন্দেসলিগা : ১৪ আগস্ট
ইতালিয়ান সিরি-এ: ২২ আগস্ট
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া