adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার প্রতি ছেলের ভালবাসা, স্বামীর প্রতি স্ত্রীর মমতা

chandpur-news1চাঁদপুর প্রতিনিধি : জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ফরিদগঞ্জ উপজেলার শাশিয়ালী গ্রাম। এই গ্রামে শরাফত উল্লার বাড়ি। নিজ বাড়িতেই তাকে হাতে-পায়ে শিকল বেঁধে তালা লাগিয়ে রেখেছেন তার ছেলে মহসিন হোসেন।
শরাফত উল্লার বাড়ি যেতে হলে পাইকপাড়ায় নামতে হয়। সেখান থেকে আধা কিলোমিটার কাঁচা রাস্তা ধরে হেঁটে গেলে নজরে পড়বে টিনশেডের বাড়ি। এটি শরাফত উল্লার বাড়ি।
ঘরের মধ্যে ঢুকতেই দেখা যাবে ষাটোর্ধ্ব শরাফত উল্লাকে। কাঁচা মাটির উপর শীতল পার্টির ওপর বসে আছেন তিনি। সাদা চেক কাটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা শরাফত উল্লার দু’পায়ে ও বাম হাতে শিকল বেঁধে তালা লাগানো। তাকে পালাক্রমে পাহারা দিচ্ছেন তার স্ত্রী ও ছেলে।
‘পাগল’ সাব্যস্ত করে ৩১ জুলাই থেকে শরাফত উল্লাকে এভাবে গৃহবন্দী করে রেখেছেন তার ছেলে মহসিন হোসেন (৩৫)। ছেলের এই কর্মকাণ্ডে সম্মতি আছে মা মনোয়ারা বেগমের (৫০)।
শিকলবন্দী শরাফত উল্লা এই প্রতিবেদককে বলেন, ‘ভাই আমারে বাঁচান, আমারে মুক্ত করেন। আমার বউ আর ছেলে যা বলছে সবই মিথ্যা কথা। আমি পাগল নই, আমাকে পাগল বানানো হয়েছে।’
এ সময় এ প্রতিবেদককে দেখে উত্তেজিত হয়ে মহসিন বলেন, ‘এখানে আপনারা কার কথায় এসেছেন? আমার বাবা একজন মানসিক রোগী। যে কারণে বাধ্য হয়ে তাকে শিকলবন্দী করে রাখতে হয়েছে।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, টাকা পয়সা নিয়ে শরাফত উল্লার সাথে তার স্ত্রী ও ছেলের বিরোধ শুরু হয়। এর জেরে কয়েক মাস আগে মহসিন হোসেন তার বাবাকে মারপিট করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে ফিরে এসে শরাফত তার ছেলে মহসিনের ডান হাতের দুটি আঙ্গুল কেটে ফেলে। এর পর থেকেই শুরু হয় বাবা-ছেলের লড়াই।
শরাফত উল্লার ছয় ছেলে এক মেয়ের মধ্যে মহসিন পঞ্চম। বাকি ছেলেরা ঢাকায় থাকেন।
এ ব্যাপারে শরাফত উল্লার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী মানসিক রোগী। এছাড়া তার কিছু চরিত্রগত দোষ রয়েছে। তাকে বেঁধে না রাখলে আতঙ্কে থাকতে হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে পাইকপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মহসিন পাটওয়ারী বলেন, ‘শরাফত উল্লা পাগল কিংবা মানসিক রোগী নন। এরা বাবা-ছেলে দু’জনই উগ্র স্বভাবের।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘বিষয়টি জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে গিয়ে শিগগিরই বৃদ্ধকে শিকলমুক্ত করবো।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া