adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছেন না কার্ক

Britain Cricket England Australia Ashesস্পোর্টস ডেস্ক : ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম দিন শেষে সতীর্থদের নিয়ে সাজঘরে ফিরছেন মাইকেল কার্ক। মুখে নেই সেই মিষ্টি হাসিটা। বরং সেখানে শেষ বিকেলের ম্লান আলোর বিষণœতা। সারাটা দিন কার্কদের ওপর দিয়ে যা গেছে, মুখে হাসি থাকার কথা নয়। চেহারা বলছে আরও বেশি কিছু, কার্কের চিন্তার রেখা কেবল ট্রেন্ট ব্রিজ টেস্টেই সীমাবদ্ধ নয়, বিস্তৃত ভবিষ্যতের দিকেও।

এমনিতে কয়েক দিন ধরেই নানা সমালোচনা অস্ট্রেলিয়া অধিনায়ককে ঘিরে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম তো এরই মধ্যে কার্কের শেষও দেখে ফেলছে। একের পর এক ব্যর্থতায় সমালোচকদের পালে লাগছে জোর হাওয়া। এতে যেন কার্কের প্রত্যয়ের দেয়ালটা ধসে পড়ছে ধীরে ধীরে। যদি তা-ই হয়, অবধারিতভাবে প্রশ্নগুলো এসে যাচ্ছে, তবে কি এই অ্যাশেজ দিয়েই যতি পড়ে যাচ্ছে কার্কের ক্যারিয়ারের?

সে রকমই গুঞ্জন চলছিল এই টেস্টের আগে। ব্যাটে দীর্ঘ রান খরার পাশাপাশি দলের বেহাল দশা, অ্যাশেজ হারের প্রান্তে দাঁড়িয়ে থাকা—খড়গটা নেমে আসতে পারে শিগগিরই। ছেঁটে ফেলার ব্যাপারে অস্ট্রেলীয় নির্বাচকেরা যে নির্মোহ। কিংবা কার্কের সামনে তাঁরা বেঁধে দিতে পারেন সম্মানজনক প্রস্থানের পথ। ২০১১ সালে বাংলাদেশ সফরে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন। আরেকটি বাংলাদেশ সফরের আগমুহূর্তে শেষ হয়ে যাচ্ছে সেই অধ্যায়! এবার অ্যাশেজে অধিনায়ক কার্ক এবং ব্যাটসম্যান কার্ক যেন এক বিন্দুতে মিলে যাচ্ছেন। সেই বিন্দুর নাম ব্যর্থতা। ব্যাটে রান নেই, দলও ডুবছে একের পর এক হতাশায়। সিরিজে ৭ ইনিংসে ১৭.৩৩ গড়ে রান ১০৪। এমনকি সিরিজে কার্কের চেয়ে বেশি রান করেছেন মিচেল জনসন!

একজন ব্যাটসম্যানের খারাপ সময় যেতেই পারে। তবে কার্কের সাম্প্রতিক সময়ে আউটের ধরন, শরীরভাষা হতাশই করছে তাঁর ভক্ত-সমর্থকদের। গতকাল যখন টসে হারল অস্ট্রেলিয়া, কার্ককে বেশ উদ্বেগাকুল দেখা গেল। যেন ম্যাচের আগেই ম্যাচ শেষ! কার্কের েেত্র এমন আগে কখনো দেখা গেছে কিনা সন্দেহ! প্রথম ইনিংসে তাঁর আউটের ধরনটাও প্রশ্ন তুলতে বাধ্য। ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে থরথরিয়ে কাঁপছে অস্ট্রেলিয়া। প্রায় ধসে পড়েছে টপ অর্ডার। এমন ধ্বংস স্তূপ থেকে কতবারই তো দলকে রা করেছেন কার্ক। সেই তিনিই করলেন কি স্টুয়ার্ট ব্রডের অফস্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে চালালেন। পা দুটো যেন বরফজমাট হয়ে গেছে। একদমই পায়ের কাজ ছিল না। বলটা অনায়াসে লুফে নিলেন স্লিপে দাঁড়ানো ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। দল পড়ে গেল আরও বিপদে। সে বিপদ থেকে রা পায়নি অস্ট্রেলিয়া।
এমন প্রতিকূল পরিস্থিতিতে আশার কথাই শোনাচ্ছেন কার্ক। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও অ্যাশেজ বাঁচানোর স্বপ্ন অস্ট্রেলিয়া অধিনায়কের, ‘আজ (গতকাল) কিছুই ঠিকঠাক হয়নি। এখনো আমরা অ্যাশেজ বাঁচানোর পথ খুঁজে পেতে পারি… এ টেস্টে এখনো অনেক সময় পড়ে আছে। এ ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’
দেয়ালে পিঠ ঠেকে গেলে একটাই উপায়, সামনে এগোনো। অস্ট্রেলিয়া অধিনায়কের সামনে এ পথটিই খোলা। এক যুগের সমৃদ্ধ ক্যারিয়ারে ঋদ্ধ কার্ক যদি এ বৈতরণী না পেরোতে পারেন, হয়তো বাংলাদেশ সফরের আগেই ইতি টানতে হতে পারে খেলোয়াড়ি জীবনের। চারদিকের গুঞ্জন অন্তত তা-ই বলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া