adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ধর্ষণ ও শিশু নির্যাতন হচ্ছে বিচারহীনতার সংস্কৃতির জন্য’

MAHMUD-Numan-08-08-2015নিজস্ব প্রতিবেদক : দেশে বিচারহীনতা চলছে বলেই অব্যাহতভাবে নারী গণধর্ষণ ও শিশু নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। একই সঙ্গে তিনি বলেন, ‘আজকে যে নির্যাতন চলছে তা আইয়্যামে জাহিলিয়াত যুগের সঙ্গে তুলনা করা যায়।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকালে মহিলা দল আয়োজিত সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নোমান বলেন, ‘সরকারি দলের একজন নেতা (সুরঞ্জিত সেন গুপ্ত) গতকাল স্বীকার করেছেন বর্তমানে রক্ষকরাই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই বর্তমানে সংখ্যালঘুদের জমি দখল করছে।’
দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ স্বস্তিতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গণঅভ্যূত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে পারলেই মানুষের স্বস্তি ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘পাশে একটি সংগঠন (আওয়ামী ওলামা লীগ) ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়ে যাচ্ছে। জানি না আমাদের কথাগুলো কেউ শুনবে কি না। আমাদের মানববন্ধন করতে বাঁধা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই কথাগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বর্তমান দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সর্বদলীয় গোলটেবিল আলোচনার মাধ্যমে এর সমাধান হতে পারে।’
সবদলের অংশগ্রহণের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরও দাবি করে তিনি।
একই অনুষ্ঠানে বিএনপির অপর ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন, ‘সমাজে নৃসংশতা ভয়াবহভাবে বেড়ে চলায় জাতি আজ আতঙ্কিত ও শঙ্কিত। দেশে বিচারহীন সংস্কৃতি চালু হওয়ায় এই অবস্থা।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের মা-বোনদের ঐক্যবদ্ধ হয়ে এই নৃসংশতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলাদলের সভাপতি সুলতানা মাহমুদ প্রমুখ। এ ছাড়াও মানববন্ধনে প্রায় শতাধিক মহিলা দলের নেতাকর্মী অংশ নেয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া