adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারতের সঙ্গে খেলে পাকিস্তানকে শিখতে হবে’

INJAMAMস্পোর্টস ডেস্ক : তার সময়ে ভারতের বিপে অনেকগুলো সিরিজ খেলেছিল পাকিস্তান। কিন্তু দু’দেশের রাজনৈতিক সর্ম্পকে টানাপড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না। দু’দেশের মধ্যে সিরিজ না হওয়ায় তিটা পাকিস্তানেরই বেশি হচ্ছে। তাই কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হক জানিয়েছেন, চাপের মধ্য থেকে কীভাবে ভালো খেলতে হয়, তা শিখতে হলে অবশ্যই ভারতের বিপে বেশি করে ম্যাচ খেলতে হবে পাকিস্তানকে।
 
তার কথায়, ‘অতীতে আমরা যখন অস্ট্রেলিয়া ও দণি আফ্রিকা সফরে খেলতাম, তখন বেশ পরিশ্রম করতে হতো আমাদের। সেখানে চাপে থেকে কীভাবে খেলতে হয় আমরা তা শিখতাম। আমি মনে করি বতর্মানে আমাদের ক্রিকেটের উন্নতি করতে হলে অবশ্যই ভারতের বিপে সিরিজ খেলতে হবে।’
 
চলতি বছরের ডিসেম্বরে ভারতের বিপে সিরিজ খেলার কথা পাকিস্তানের। কিন্তু বতর্মানে দু’দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতায় সে সিরিজটা এখন শঙ্কার মুখে। তবে পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট ও ৩৭৮ ওয়ানডে খেলা ইনজামামের বিশ্বাস এ বছরের ডিসেম্বরে দু’দেশের মধ্যে নতুন একটি
ক্রিকেট অধ্যায় শুরু হবে, ‘আমরা যেখানেই খেলি না কেন, ভারতের বিপে আমাদের নিয়মিত খেলা উচিত।’
 
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে সেরা দলগুলোর বিপে সিরিজ খেলা উচিত বলে জানিয়েছেন ইনজামাম, ‘আন্তর্জাতিক ক্রিকেট আমাদের ব্যর্থতার মূলেই হলো, আমরা বড় দেশগুলোতে সফর করি না। তাই পিসিবির উচিত অস্ট্রেলিয়া, দণি আফ্রিকাসহ বড় দেশগুলোতে আরও বেশি সিরিজের আয়োজন করা।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া