adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান মিডিয়ায় হাহাকার

broad1স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়কে দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ‘বাজে দিন’ ও ‘কালো দিন’ বলে আখ্যায়িত করেছে দেশটির গণমাধ্যম। এছাড়া মাইকেল কার্কদের বাজে পারফরম্যান্সে হতাশা ও ােভ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তারা ইংল্যান্ডের বিপে ৬০ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘জঘন্য বিজ্ঞাপন’ বলে আখ্যা দিয়েছেন।

স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে পড়ে অ্যাশেজ সিরিজে চতুর্থ টেস্টে মাত্র ১১১ বলে ৬০ রানে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। এরপর প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করা ইংল্যান্ড ৬ উইকেট হাতে নিয়ে ২১৪ রানের লিড নিয়েছে। ফলে ম্যাচ ও সিরিজ জয়ের প্রহর গুনছে ইংলিশরা। আর অন্যদিকে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া কার্যত অ্যাশেজ তুলে দিল অ্যালেস্টার কুকদের হাতে।

এমন ‘জঘন্য’ পারফরম্যান্সে কার্কদের ওপর বেজায় চটেছে দেশটির গণমাধ্যম, থেমে নেই সাবেক ক্রিকেটাররাও। কেউ কেউ এমন বাজে পারফরম্যান্সের জন্য দলে শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন। আবার কেউ মাইকেল কার্কের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

ব্রিসবেনের কোরিয়ার মেইল জানায়, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের এই ‘জঘন্য’ দিনটি দেশের ক্রিকেটকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। প্রথম দিনেই ২১৪ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। ফলে পরাজয় ভিন্ন কোনো ফলাফল নেই কার্কদের জন্য।’

কোরিয়ার মেইল অনলাইন তাদের প্রতিবেদনে অস্ট্রেলিয়ার ৬০ রানে গুটিয়ে যাওয়াকে দেশটির ৮০ বছরের ইতিহাসের সবচেয়ে খারাপ দিন হিসেবে উল্লেখ করে, ‘মধ্যাহ্ন বিরতির আগেই অস্ট্রেলিয়া তাদের অ্যাশেজ অভিযান শেষ করে ফেলেছে। ১৯৩৬ সালে মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়ার পর এটিই অ্যাশেজে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিপর্যয়।’

সিডনির ডেইলি টেলিগ্রাফ তো আরো এক কদম এগিয়ে অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্সের কারণে তাদেরকে অনূর্ধ্ব-১৯ দলের চেয়েও জঘন্য দল হিসেবে আখ্যা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো দরকার। এর চেয়ে বাজে পারফরম্যান্স আর হতে পারে না। এই একটা সিরিজ নিয়েই আমাদের আগ্রহ বেশি থাকে। তবে তারা আমাদের চরমভাবে হতাশ করলো।’
দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় অস্ট্রেলিয়ার ইনিংসটিকে ‘ট্রেন্ট ব্রিজের ভয়ানক প্রদর্শনী’ বলে আখ্যায়িত করেছে। ক্রিকেট লেখক পিটার লেলর জানান, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা না ধৈর্য দেখিয়েছে না বুদ্ধিমত্তা।’

ক্রিকেট অস্ট্রেলিয়া শিরোনাম করেছে, ‘অস্ট্রেলিয়ার অ্যাশেজ ধরে রাখার স্বপ্ন চুরমার’। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া অ্যাওয়ে অ্যাশেজ সিরিজ জয়ের স্বপ্ন অসাধ্য করে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড ও জো রুট। এজবাস্টন টেস্টের লজ্জাজনক পরাজয় নিয়ে যদি কাঁটাছেড়া করা হতো তবে এই বিপর্যয় এড়ানো যেত।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া