adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলছাত্র হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ

Rangpur_thereport24.comডেস্ক রিপোর্ট : রংপুরের গঙ্গাচড়ার নবম শ্রেণীর ছাত্র রতন কুমার তপন (১৪) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রতন উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা মাটিয়াপাড়া বাঁশবাড়ি গ্রামের বলরাম চন্দ্র রায়ের ছেলে। দণ্ডপ্রাপ্ত বন্দে আলী (৫০) একই গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, বন্দে আলী রতনদের বাড়িতে কাজ করতেন। সুযোগ বুঝে বন্দে আলী রতনদের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যান। চুরির ঘটনাটি দেখে ফেলায় বন্দে আলী ও তার লোকজন ২০১৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যার পর রতনকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। পরদিন ২৩ ডিসেম্বর পাশের ধানক্ষেত থেকে রতনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই রতনের বাবা বলরাম চন্দ্র বাদি হয়ে গঙ্গাচড়া থানায় বন্দে আলীকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ বন্দে আলীকে গ্রেফতার করলে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে জবানবন্দী দেন তিনি।
প্রায় দেড় বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতে অভিযুক্ত বন্দে আলী উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রতনের বাবা বলরাম চন্দ্র বলেন, ‘আমরা এ রায়ের দ্রুত কার্যকর দেখতে চাই।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া