adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিকে পিটিয়ে মারলো বিএসএফ

bsf_21232_77489ডেস্ক রিপোর্ট : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে জারিয়া মুর্মু (৩০) নামে এক বাংলাদেশি আদিবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত জারিয়া পোরশা উপজেলার মনহরপুর গ্রামের সম মুর্মুর ছেলে। নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, তিন দিন আগে জারিয়া মুর্মুসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে নৌকায় বাংলাদেশে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জারিয়া তাদের হাতে ধরা পড়েন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা নৌকার বৈঠা দিয়ে জারিয়ার মাথায় কয়েকবার আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের স্বজনরা বিষয়টি জানতে পেরে জিরো লাইনের দেড় কিলোমিটার ভেতর থেকে পড়ে থাকা অবস্থায় জারিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় বিজিবির প থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে বলেও লে. কর্নেল রফিকুল হাসান জানিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া