adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানে ধেয়ে যাচ্ছে বছরের শক্তিশালী টাইফুন ‘সুদেলর’

typhoon_BG_950733800আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে উৎপন্ন বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘সুদেলর’ জাপানের দিকে ধেয়ে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (০৬ আগস্ট) নাগাদ এটি জাপানের দক্ষিণে আঘাত হানবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ক্যাটাগরি ৫ টাইফুনটি শুধু জাপানেই নয়, আঘাত হানবে চীন ও তাইওয়ানে। এর তাণ্ডব থেকে বাদ পড়বেনা ছোট ছোট দ্বীপগুলো। 
রোববার (০২ আগস্ট ) উত্তরাঞ্চলীয় মারিয়া আইল্যান্ডে আঘাত হানার পর গত সোমবার (০৩ আগস্ট) থেকে এটি শক্তিশালী হতে থাকে। এ সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল। তবে জাপানে আঘাতের সময় সুপার টাইফুন খ্যাত ‘সুদেলর’র বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ মাইল হবে বলে জানিয়েছে টাইফুন ওয়ার্নিং সেন্টার।
এর আগে গত ৬ মার্চ ভানুয়াতুতে সাইক্লোন ‘পাম’র আঘাতে ১৫ জনের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যা ছিল এখন পর্যন্ত বছরের শক্তিশালী ঝড়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া