adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মন্ত্রিত্ব যাক -তবুও অটোরিকশা চলাচলে ছাড় নয়’

Comilla-Minister-thereport2নিজস্ব প্রতিবেদক  : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রিত্ব গেলে যাবে তবুও মহাসড়কে অটোরিকশা চলাচলে কোনো ছাড় দেওয়া হবে না। মহাসড়কগুলোতে থ্রি হুইলারের বেপরোয়া চলাচলের কারণেই ঘটছে অহরহ দুর্ঘটনা। এতে চালক-হেলপার ছাড়াও বহু যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে।’
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস এবং ফোর লাইন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘সাড়ে ৩ হাজার কিলোমিটার জাতীয় মহাসড়ক ছাড়া দেশের বাকি আড়াই লাখ কিলোমিটার সড়কে থ্রি হুইলার চলাচলে কোনো বাধা থাকছে না। শহরেও এ সকল বাহনের চলাচলে সরকার বাধা দিচ্ছে না। জাতীয় মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা বহাল থাকবে।’
এ সময় ফোর লাইন প্রকল্পের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আবদুস সবুর, সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবিব আহমেদ, সওজ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোর লাইন প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাছুম সারওয়ারসহ সওজ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া