adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঘুমপাড়ানি মাসি-পিসি বন্ধ করতে হবে’

mijanur-rahmaনিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘রাষ্ট্রকে ঘুমপাড়ানি মাসি-পিসি বন্ধ করতে হবে। নাগরিককে জাগিয়ে রাখতে হবে। তাদের সজাগ ও জাগিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তায়। রাষ্ট্রকে সে দায়িত্ব পালন করতে হবে।’
হবিগঞ্জের চাঁন্দপুর চা বাগানের চা শ্রমিকদের ৫১১ একর জমি কেড়ে নিয়ে সরকারের স্পেশাল ইকোনমিক জোন করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত চা জনগোষ্ঠীর মানবাধিকার ও আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘চা শ্রমিকদের অধিকার সরকার কেড়ে নিতে পারে না। কিন্তু রাষ্ট্র সব কেড়ে নিতে চায়, সব কেড়ে নেয়। তবে চা বাগানেরর ক্ষেত্রে সরকার উদার। সেখানে মদ কম মূল্যে সরবরাহ করা হয়, যাতে তারা ঘোরে থাকেন। এখানে আপনার অধিকারের কথা উচ্চারণ করছেন, কিন্তু হবিগঞ্জে করতে পারবেন না। কারণ আপনাদের তো তখন মদ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়, যাতে প্রতিবাদ করতে না পারেন।’
মিজানুর রহমান বলেন, ‘জাতির জনক দরিদ্র মানুষদের জন্য দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দেশে আজ তার স্বপ্নের বিপরীতমুখী যাত্রা চলছে। এটা বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘চা শ্রমিকদের চা মাপার সময় জমাদাররা প্রতি কেজি থেকে ২৫০ গ্রাম চুরি করে। রাষ্ট্রীয় আয়োজনে যে ব্যবস্থা, চুরির পক্ষে যে ব্যবস্থা, এটা চলতে পারে না। আপনারা আপনাদের সমস্যার বিষয়ে আবেদন করুন, যা যা করা যায় আমি করব।’
তিনি আরও বলেন, ‘চা শ্রমিকদের সাপ্তাহিক ছুটিতে বেতন দেওয়া হয় না। এটা শ্রম আইনের লংঘন। এ জন্য রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর জবাব দিতে হবে।’
রাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ‘রাষ্ট্রের এত বাহাদুরি কিসের? যারা ভূমিহীন, দরিদ্র, প্রান্তিক তাদের অধিকার হরণে বাহাদুরি কোথায়? যদি ভূমিদস্যুদের বিরুদ্ধ ব্যবস্থা নিত, তাহলে ভাবতাম রাষ্ট্র শক্তিশালী।’
তিনি বলেন, ‘যে শ্রমিকরা অধিকার বঞ্চিত, উচ্চ আয়ের দেশে তাদের কি লাভ? উচ্চ আয়ের দেশ মানে তাদের ভূমি কাড়া নয়, অধিকার কাড়া নয়, অধিকার সংকচিত করা নয়। রাষ্ট্রকে ক্যাপিটালের নয় মানুষের পূজা করতে হবে। তেলওয়ালাদের তেল দেওয়া বন্ধ করতে হবে।’
আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা বলেন, ‘উন্নয়ন মানে শোষণ না, শোষিতদের সমন্বয় করেই উন্নয়ন করতে হবে। তাদের শোষণ করে উন্নয়নের স্বপ্ন যারা দেখে তারাই তাদের উচ্ছেদ করে। আমরা একে সমর্থন করি না, কিছু লোক হলেও এর বিরুদ্ধে লড়াই করব।’
ইন্ডিজেনাস সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সিলেটের কয়েক শতাধিক চা শ্রমিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, মেসবাহ কামাল, আয়োজক সংগঠনের সভাপতি স্বপন সাওতাল প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া