adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০ হাজার বাংলাদেশিকে বৈধতা দিল বাহরাইন

BHARAINডেস্ক রিপোর্ট : অবশেষে বাহরাইনে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত প্রায় ৫০ হাজার বাংলাদেশিকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
শুক্রবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মমিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এরআগে অবৈধ বিদেশিদের নির্বিঘœ দেশে ফেরত যেতে ছয় মাসের সাধারণ মা ঘোষণা করেছিল বাহরাইন। গত ১ জুলাই থেকে এ ঘোষণা কার্যকর হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে এই সাধারণ মার মেয়াদ।

এই সময়ের মধ্যে রানওয়ে (কাজে অনুপস্থিত বা কাজ থেকে পলাতক), ওভার স্টে (কাজ শেষে অতিরিক্ত সময় অবস্থান), রানওয়ে আফটার টারমিনেশন (কাজ শেষের পর পলাতক) এবং নন রিনিউড ওভারস্টে (ভিসার মেয়াদ শেষ হবার পর রিনিউ না করে অতিরিক্ত সময় অবস্থান) প্রবাসী শ্রমিকরা এ সাধারণ মার আওতায় পড়বেন।

ফলে ১ জুলাই থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই অবৈধ শ্রমিকরা বৈধ হয়ে যে কোনো প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। এছাড়া কোনো প্রকার ‘জরিমানা’ বা কালো তালিকায় অন্তর্ভুক্তি ছাড়াই বাহরাইন ত্যাগ করে স্বদেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন তারা। যারা এই সময়ের মধ্যে বৈধ হয়ে বাহরাইন ত্যাগ করবেন, পরবর্তীতে কোনো বাধা ছাড়াই তারা আবার বাহরাইনে প্রবেশ করতে পারবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া