adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল’

pm-thereport24 (1)নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কারো মুখাপেক্ষী হয়ে থাকব না। খাদ্য নিরাপত্তা সৃষ্টির জন্য আমরা খাদ্য গুদামজাত করেছি। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সময় যেন কারও কাছে হাত পাততে না হয়। বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। বাঙালী জাতি যেন বিশ্বসভায় চলতে পারে এ জন্য আমরা প্রতিটি কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশ এখন আর মঙ্গা, দুর্ভিক্ষ ও হাহাকার নেই।’
তিনি বলেন, ‘আমাদের দেশ কৃষিপ্রধান। এ দেশের কৃষকরা বারবার বঞ্চিত হয়েছে। দেশের বর্তমান অর্জনের পেছনে সবচেয়ে বড় আবদান কৃষক ভাইদের। তারাই আমাদের খাদ্য যোগাচ্ছেন, খাদ্য নিরাপত্তা দিচ্ছেন। কাজেই কৃষকরা যেন মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন আমরা সেটাই চাই।’
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। রাজধানীর ধানমণ্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কৃষকরা যেন মর্যাদাপূর্ণ জীবন পান সেদিকে কৃষক লীগের নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে। এ জন্য কৃষক লীগকে শক্তিশালী গড়ে তুলতে হবে।’
কৃষকদের পাশে দাঁড়ানো ও তাদের সুখ-দুঃখের সাথী হওয়ার জন্য কৃষক লীগের নেতাকর্মীদের এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরও বলেন, ‘ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা নিম্ন থাকব না। উন্নত দেশ হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আমরা আর কারও মুখাপেক্ষী থাকব না।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, কৃষক লীগের সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া