adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ ফুটবল ক্লাব ‘নরউইচে’ বাংলাদেশি গোলরক্ষক

BD-Player-in-English21438368802স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা লিগগুলোর তালিকায় ইংলিশ লিগ থাকবে ওপরের সারিতে। এই লিগে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের খেলাটা অলীক স্বপ্নই মনে হবে। তবে সেই স্বপ্ন সত্যি করতে চলেছে বাংলাদেশি কিশোর আমির হামজা। 
আমির হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের কাব নরউইচ সিটিতে ছয় সপ্তাহ ট্রায়াল দেয়। সেই ট্রায়ালে নজর কাড়ে নির্বাচকদের। আর তাতেই প্রিমিয়ার লিগের কাব নরউইচ সিটির যুবদলের হয়ে খেলার সুযোগ পায় হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ‘বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন ইউকে (বিএফএ ইউকে)’।

আমির হামজা যুক্তরাজ্যভিত্তিক ফুটবল প্রতিষ্ঠান বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের (বিএফএ) নিজস্ব একাডেমি ‘স্পোর্টিং বেঙ্গল একাডেমি’র অনূর্ধ্ব-১৪ দলের গোলরক। সেখান থেকেই নরউইচ সিটিতে ট্রায়াল দেওয়ার সুযোগ পায় হামজা। আর নির্বাচিত হয় যুবদলের জন্য।

বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন (বিএফএ) ১৯৯৬ সাল থেকে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে এনে প্রশিণ দেওয়ার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা এর সুফলও  পেতে শুরু করেছে। ভবিষ্যতে বিএফএ এর স্পোর্টিং বেঙ্গল একাডেমির অনেক খেলোয়াড়ই দ্যূতি ছড়াবে ইংলিশ লিগে- এমনটাই প্রত্যাশা সবার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া