adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য নিবন্ধন করলেন সুচি

suchআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নিতে নিবন্ধন করেছেন দেশটির গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচি। অনুষ্ঠেয় নির্বাচনে তার নিজ আসন কাওমু থেকে নির্বাচনের ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি।
 
শত শত সমর্থক পরিবেষ্টিত হয়ে ইয়াংগুন থেকে দুই ঘণ্টার দূরত্বের থানলিন শহরে গিয়ে বুধবার তিনি নিবন্ধন প্রক্রিয়া শেষ করেন। এ সময় তিনি সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানালেও কোনো কথা বলেননি।
 
সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নয়ন উইন বলেন, নির্বাচনী কর্মকর্তার সবুজ সংকেত না পাওয়ায় তিনি এখনই প্রচারে অংশ নিচ্ছেন না।
 
সুচির নিবন্ধনের খবরে মতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) অনেককে চিন্তায় ফেলে দিয়েছে। সেনা সমর্থিত ইউএসডিপি ২০১০ সালে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে মতায় আসে। ওই সময় সুচিকে গৃহবন্দি করে রাখে দেশটির জান্তা সরকার। ফলে তার দল এনএলডি নির্বাচন বয়কট করে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া