adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনেও চ্যাম্পিয়ন রিয়াল

Real-22স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্টে আরেকটি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। চীনের মাটিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসি মিলানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাফায়েল বেনিতেসের দল।
শাংহাই স্টেডিয়ামে বৃহস্পতিবার নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ১০-৯ গোলে জয় নিশ্চিত করে রিয়াল। এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ইতালির আরেক দল ইন্টার মিলানকে ৩-০ গোলে হারিয়েছিল রিয়াল।
এসি মিলানের বিপক্ষে এ দিন ঠিক স্বরূপে দেখা যায় না রিয়ালের তারকায় ভরা আক্রমণভাগকে। আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি মিলানও।
প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধে ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারেননি। পরে ৭১তম মিনিটে রোনালদোকে আর পরের মিনিটে বেলকে তুলে নেন কোচ বেনিতেস। এর আগে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া