adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াসার এমডি ও পিডির উপর নাখোশ মন্ত্রী

bnail_76535_0নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পানি সরবরাহের আওতা বাড়াতে এবং গুণগত মান উন্নয়নে নেয়া একটি প্রকল্পের ধীর গতির কারণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালককে তুলোধুনো করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দেশি-বিদেশি যৌথ অর্থায়নে মোটা দাগের প্রকল্পটি কেন এখনও বাস্তবায়ন শুরু হয়নি তার কারণও জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য নিয়মিত তদারকি করার জন্য স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (২০১৪-১৫ অর্থবছর) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এলজিআরডি মন্ত্রণালয়ের সভাকে এই সভা হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সংস্থা হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
সভায় ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। এসময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, দুটি প্রকল্প ছাড়া তাদের বাকি প্রকল্পগুলোর অগ্রগতি ভাল। অগ্রগতিতে পিছিয়ে থাকা অন্যতম প্রকল্প হচ্ছে, ‘ঢাকা এনভায়রনমেন্ট সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট।’ এই প্রকল্পের মোট ব্যয় সাড়ে চার হাজার কোটি টাকা। এটি বাস্তবায়িত হলে ৪০ লাখ ঢাকাবাসী সুপেয় পানি পাবেন।
ওয়াসার প থেকে জানানো হয়, পূর্বাচলে ওয়াসার নিজস্ব ৮৩ একর জায়গায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। শীতল্যা নদীর পানি অতিদূষিত হয়ে পড়ায় মেঘনা নদী থেকে পানি এনে তা পরিশোধন করে ঢাকাবাসীকে সরবরাহ করা হবে।  
এলজিআরডিমন্ত্রী জানতে চান, কবে এই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছিল? জাবাবে প্রকল্পের পরিচালক (পিডি) কবির আহমেদ খান জানান, ২০১৩ সালে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। এসময় মন্ত্রী আবারও জানতে চান, ‘এটি কি বাস্তবায়ন শুরু হয়েছে?’ পিডি জানান, তারা এখনও প্রস্তুতির পর্যায়ে আছেন। বাস্তবায়ন শুরু করা যায়নি। শুনে ুব্ধ হন মন্ত্রী। তিনি বলেন, ‘সাড়ে চার হাজার কোটি টাকার একটি প্রকল্পের কাজ কেন দুবছরেও শুরু করা যায়নি? দুবছর লেগে গেল শুধু প্রস্তুতি নিতেই? কোথায় সমস্যা ছিল?’ পিডি বলেন, ‘এই প্রকল্পে সরকার ছাড়াও বিদেশি তিনটি দাতা সংস্থা অর্থ দিচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইউআইবি) ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার এবং এজেন্স ফ্রান্সাইজে দে ডেভেলপমেন্ট (এএফডি) দেবে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশ সরকার দেবে ২২৪ মিলিয়ন মার্কিন ডলার। দাতাদের সঙ্গে ঋণচুক্তিতে দেরি হওয়ায় প্রকল্প বাস্তবায়ন শুরু করা যায়নি।’ জবাবে মন্ত্রী বলেন, ‘প্রকল্পের শর্তে কোথাও লেখা আছে ঋণচুক্তি ছাড়া কোনো কাজ করা যাবে না?
ঋণ চুক্তির পাশাপাশি অন্যান্য কার্যক্রমও চলতে পারতো। যাতে ঋণ পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় পাইপ বসানো শুরু করা যেতো। সেটা কেন করা হয়নি?’ তিনি বলেন, ‘চার হাজার কোটি টাকার প্রকল্পে যা খুশি তাই করা হচ্ছে। পানি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন এটা নিয়ে এত টালবাহানা কেন করা হচ্ছে? টাকা থাকার পরও ৪০ লাখ মানুষকে কষ্ট দেয়া হচ্ছে।’
এসময় স্থানীয় সরকার সচিব আবদুল মালেক বলেন, ‘আপনি ঠিক বলেছেন স্যার। তারা (ওয়াসা) এই কাজগুলো আরও দ্রুত করতে পারতো। কারণ জমি এবং নদী সবই ছিল।’
পরে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ঋণ চুক্তি হয়নি বলে তারা একটা কাগজও তৈরি করলো না? চুক্তির পর সব করার জন্য রেখে দিয়েছে। দুবছর এভাবে কাটিয়েছে? এই সময়ের কাজ অর্ধেক হয়ে যাওয়ার কথা ছিল।’
এসময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘স্যার, প্রকল্প পরিচালক সাহেব সঠিক কথা বলেননি।’ শুনে আরও েেপ যান মন্ত্রী। তিনি বলেন, ‘পিডিকে কেন আপনি এনেছেন? এখন বলছেন সঠিক বলেনি। এমডি হয়ে কীভাবে আপনি বলছেন সঠিকভাবে কথা বলেনি? এক কথা কেন অনেকের কাজ থেকে শুনতে হবে?  পিডি তৈরি হয়ে আসেনি কেন? হাজার হাজার কোটি টাকার কাজ নিয়ে যার যা খুশি তা করা যাবে না।’
পরে তাকসিম এ খান বলেন, ‘প্রকল্পের শুরুতেই একটি রোড শো করা হয়েছে সবাইকে নিয়ে। সেখানে দাতা সদস্যরাও ছিল। উদ্দেশ্য ছিল যাতে তারা এই দেশের মাটিটা স্পর্শ করে যায়। ঋণ দেয়া শুরুর পর থেকে এটা শুরু হয়। তারা আগেই কনসালটেন্ট নিয়োগ হয়েছে টিএ প্রকল্পের অধীনে। তারপর নকশা অনুমোদন করে দরপত্র আহ্বান করা হয়।’ তিনি বলেন, ‘প্রথম স্তরের কাজ হয়েছে। দ্বিতীয় স্তরের কাজও তিন মাসের মধ্যে শেষ হবে। এই সময়ের মধ্যে আমাদের জায়গাও উন্নয়ন করা হয়ে গেছে। সীমানা প্রাচীর দেয়া, নিরাপত্তাকর্মী বসানো হয়েছে। পাইপ লাইনের সার্ভে হয়ে গেছে। মাটি পরীাও শেষ। ঠিকাদার নিয়োগ হলেই মাঠ পর্যায়ে কাজ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ঠিকাদার নিয়োগ চলছে।’
এ সময় স্থানীয় সরকার সচিব জানতে চান বলেন, ‘এই প্রকল্পের মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এত দীর্ঘ সময় কেন লাগবে? ঠিকাদার নিয়োগ হলে তো এই কাজ করতে বেশি সময় লাগার কথা না।’ জবাবে এমডি বলেন, ‘এটা আন্তর্জাতিক নিয়মে ৪২ মাস মেনে করা হয়েছে।’ শুনে মন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশ। আন্তর্জাতিক নিয়ম দেখিয়ে কী হবে। মানুষের জন্য যে কল্যাণের সেটাই করতে হবে।’ পরে সচিব আগামী এক বছরের মধ্যে ওই প্রকল্পের ভৌত অবকাঠামো তৈরির নির্দেশ দেন।
ওয়াসার এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদারকি বাড়ানোর জন্য সচিবকে নির্দেশ দেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, ‘প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের প থেকে একটি ইউনিট গঠন করে প্রতি মুহূর্তের কাজের তদারকি করতে হবে।’
পানির দাম না বাড়ানোর পে মন্ত্রী –
এছাড়া ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব নিয়েও কথা হয় সভায়। ওয়াসা বর্তমানে প্রতি লিটার পানি গ্রাহকদের কাছে ৮ টাকায় বিক্রি করছে। তারা দাম বাড়িয়ে প্রতি লিটার পানি ১৪ টাকা করার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এক প্রশ্নের জবাবে ওয়াসার এমডি জানান, ওয়াসার পরিচালনা বোর্ড প্রতিবছর স্বাভাবিকভাবে ৫ শতাংশ হারে পানির দাম বাড়ায়। কিন্তু ১৪ টাকা দাম করার বিষয়টিতে তারা মন্ত্রণালয়ের অনুমোদন চাইছে। জবাবে মন্ত্রী বলেন, ‘যদি ওয়াসা মানুষকে দুর্গন্ধ মুক্ত,স্বচ্ছ সুপেয় পানি সরবরাহ করতে পারে তবে এই দাম নির্ধারণ করা যেতে পারে। তখন মানুষকে বলা যাবে যে, এই পানি ডিসটিল ওয়াটার হিসেবে ব্যবহার করা যাবে। না ফুটিয়েও খাওয়া যাবে। কিন্তু এখন পানির যে অবস্থা তাতে ১৪ টাকা লিটার করা সম্ভব না।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া