adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ জয়ের লক্ষ্য মুশফিকের

Mushfiq---1ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামে অসাধারণ একটি সফর শেষ করে অবশেষে আবারও ঢাকা মিশন শুরু হচ্ছে টিম বাংলাদেশের। বৃহস্পতিবার সকালেই ঢাকা টেস্টের কয়েন নিক্ষেপ হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট র‌্যাংকিংয়ের এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকাকে চট্টগ্রামে ভাগে পেয়েও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ভালো কোন ফল বের করে আনতে পারলো না মুশফিকুর রহিমের দল। এবার কি ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডারদের মোকাবেলা করে মিরপুরে জয় ছিনিয়ে নিয়ে আসা সম্ভব? বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম জানেন প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে। সেটা মাথায় রেখেই তিনি জবাব দিলেন, জয় পাওয়া তো এখন আর আমাদের কাছে অসম্ভব কিছু নয়।
কিভাবে এমন আত্মবিশ্বাস দেখাচ্ছেন মুশফিক? প্রতিপক্ষ যেখানে বিশ্বের এক নাম্বার দল! জবাবটাও বেশ কুটনৈতিক পন্থায় দিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। তিনি বলেন, ‘অবশ্যই আত্মবিশ্বাস। আমরা যেভাবে খেলে আসছি তার ধারাবাহিকতা যদি এ টেস্টেও ধরে রাখতে পারি, তাহলে জয় পাওয়া অসম্ভব কিছু নয়। তার ওপর, যেহেতু গত ৪-৫টা টেস্টে আমরা ভালো খেলে আসছি, তাতে তো মনে হচ্ছে অবশ্যই জয় পাওয়া সম্ভব।’
ঢাকা টেস্ট শুরুর আগেরদিন অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বেশ আশার বানীই শোনালেন। একই সঙ্গে, শুধু জয় পাওয়া সম্ভব বললেও হবে না। নিজেদের প্রমান করারও একটা ব্যাপার আছে। সে ব্যাপারটাই ‘জিদ’ হিসেবে অবশ্য তাতাচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ককে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল। তাদের বিপক্ষে আমাদের নিজেদের প্রমান করতে হবে। আমরা যে ধারাবাহিক খেলছি, সেটাও দেখানোর সুযোগ এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সুযোগটাই আমরা কাজে লাগাতে চাই।’
যতই মুশফিক সম্ভাবনার জানালা দেখান, অতীত কিন্তু কিছুটা হলেও পিছু টেনে ধরছে। কারণ, যে কোন সিরিজেই প্রথম টেস্টে ভালো খেলার পর শেষ টেস্টে এসে কেন যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। এ বিষয়টাই বেশ ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। সংবাদ সম্মেলনে মুশফিক প্রতিশ্রুতি দিলেন, এই সমস্যাটা কাটিয়ে ওঠার। অজুহাতও কিছুটা দাঁড় করালেন। বললেন, ‘আসলে আমাদের তো খুব বেশি টেস্ট খেলা হয় না। ৫-৬ মাস পর হয় তো একটা-দুটা টেস্ট খেলার সুযোগ পাই। যে কারণে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে এ থেকে বেরিয়ে আসাটা এখন অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। এই চ্যালেঞ্জটাই এখন আমরা নিতে চাই এবং এ জন্য দলের সব ক্রিকেটারই প্রস্তুত।’
মিরপুরের উইকেট কেমন হবে? জানতে চাইলে মুশফিক বলেন, ‘মিরপুরের উইকেটে ভালোই টার্ন থাকে। শুধু স্পিনাররাই নয়, এখানে পেসারদেরও ভালো করার সুযোগ আছে। মূলতঃ পেসাররা শুরুর দিকে তাদের কাজটা করে দিতে পারলে, স্পিনারদের কাজও সহজ হয়ে যায়। সবচেয়ে বড় কথা, মিরপুরের উইকেট স্পোর্টিং। চট্টগ্রামের চেয়ে ভিন্ন পরিবেশ, ভিন্ন কন্ডিশন। এখানেও আমাদের ভালো করার সুযোগ আছে।’
লক্ষ্য তো অবশ্যই জয়ের। তো সেই লক্ষ্য পূরণে কি করতে হবে? জানতে চাইলে মুশফিক বলেন, ‘টেস্টে প্রতিটা সেশন, প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ। একটা-দুইটা সেশন ভালো খেলে বাকিগুলোতে খারাপ করলে কিছুই হবে না। ভালো করতে হলে প্রতিটা সেশন এবং প্রতিটা দিনই ভালো খেলতে হবে। বোলারদের কাজ বোলারদের করতে হবে। ব্যাটসম্যানদের কাজ ব্যাটসম্যানদের করতে হবে। মোট কথা, সবাই নিজ নিজ জায়গা থেকে পুরোপুরি দায়িত্ব পালন করতে পারলেই কেবল ভালো কোন ফল বের করে আনা সম্ভব।’
মুশফিক এমনিতে নিজেই আছেন কিছুটা চাপে। গ্লাভস ছেড়ে দিতে হয়েছে লিটন দাসের হাতে। ব্যাট হাতেও খুব ভালো ফর্মে নেই। এ কারণে ঢাকা টেস্ট তার জন্য ‘অ্যাসিড টেস্ট’ও বটে। এ কারণেই প্রশ্ন ছুটে এলো, এই টেস্টে ব্যাক্তিগত লক্ষ্য কি? মুশফিক বলেন, ‘একটি ম্যাচে প্রত্যেক খেলোয়াড়েরই ব্যক্তিগত কিছু লক্ষ্য থাকে। আমাদের দলেরও সবার লক্ষ্য রয়েছে। আমার আমার ক্ষেত্রে বিষয়টা একটু চ্যালেঞ্জেরই। সুযোগ কাজে লাগাতে চাই। ইনিংসকে লম্বা করাই এখন আমার একমাত্র ব্যাক্তিগত লক্ষ্য। আমার রানে ফেরাটা দলের জন্যও প্রয়োজন ‘
বাংলাদেশ দলের মানসিকতা, শরীরি ভাষায় পরিবর্তণ এতকিছু কিভাবে সম্ভব হলো? জানতে চাইলে মুশফিক বলেন, ‘আসলে এই দলে চ্যালেঞ্জ নেওয়ার মত বেশ কয়েকজন ক্রিকেটারের আগমণ ঘটে গেছে। তরুণরা ভালো করছে। আগে তো সাকিব-তামিমরাই ছিলো শুধু ম্যাচ উইনার। এখন তাদের পাশাপাশি আরও অনেকে এসেছে, তারাও ম্যাচ উইনার। তাদের আত্মবিশ্বাস এখন অনেক বেশি। এছাড়া সিনিয়র যারা আছে, তারাও নিয়মিত ভালো করছে।’

মুস্তাফিজ-শহিদরা চট্টগ্রাম টেস্টের মত ঢাকা টেস্টেও ভালো বোলিং উপহার দেবেন এবং এই টেস্টে দলের জন্য সাফল্য বয়ে আনবেন এমনই প্রত্যাশা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া