adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্বর্ণের দাম আরো কমবে’

GOLDডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক বাজারে প্রায় সাড়ে পাঁচ বছর পর স্বর্ণের দাম পড়েছে।  সে কারণে দেশের বাজারে গত সপ্তাহে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে গত বৃহস্পতিবার থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, বাজারে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৫৩৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৫৪০ টাকা কমেছে।

নতুন দর অনুযায়ী, প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪২ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৩৩ টাকা আছে।  সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ২২ হাজার ৮৬১ টাকা।  প্রতিভরি রূপার দাম ৯৯১ টাকা।

এর আগে দেশের বাজারে প্রতিভরি স্বর্ণের দাম ছিল ২২ ক্যারেট ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকা।  সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতিভরি ২৪ হাজার ৮৬ টাকা এবং প্রতিভরি রূপা (ক্যাডমিয়াম) এক হাজার ৫০ টাকা।

স্বর্ণের দাম কমে যাওয়ায় অনেকেই মাঝে স্বর্ণ কেনার আগ্রহ দেখা দিয়েছে।  স্বর্ণের দোকানগুলোতে ভিড় করছেন তারা।  উচ্চবিত্ত-মধ্যবিত্ত থেকে শুরু করে অনেকেই স্বর্ণ জমিয় রাখতে চাচ্ছেন।  তবে এ সময়ে স্বর্ণ কেনা কতটা বুদ্ধিমানের কাজ হবে তা জানতে চেয়েছেন বিশেষজ্ঞদের কাছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ মুহূর্তে স্বর্ণ কেনা ঠিক হবে না।  আরেকটু ধৈর্য ধরা বুদ্ধিমানের কাজ হবে।  আগামী কিছুদিনে স্বর্ণের দাম আরো কমতে পারে। ৩-৫ শতাংশ পর্যন্ত নামতে পারে বলে তাদের মতামত।  

এর বেশ কয়েকটি কারণও রয়েছে। এর মধ্যে- বিনিয়োগকারীদের সোনায় আগ্রহ না থাকা,  মার্কিন মুলুকে সুদের হার বৃদ্ধি, ডলারের বিপে টাকার মূল্য বৃদ্ধি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া