adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মোদীর সমালোচনা করে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা নেহা

NEHAবিনোদন ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল মুম্বইয়ের জনজীবন। যে কারণে মোদী সরকারের উপর রুষ্ট বলিউড সুন্দরী নেহা ট্যুইটারে লিখেছিলেন, ‘বৃষ্টিতে থমকে আছে শহর। ভাল সরকার মানে সেলফি তোলা আর সকলকে যোগ করতে উৎহিত করা নয়, বরং সাধারণ মানুষকে নিরাপদ রাখাই তাদের কাজ।’ মোদী সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা  হয়ে পড়েছেন নেহা। নেহার বিপরীতে গিয়ে অনেকে অবুজ বলেছেন। তবে এবার নিজের ট্যুইটের পরিপ্রেেিত মুখ খুললেম নেহা। বললেন, “কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা তার উদ্দেশ্য ছিল না। এটা মুম্বই শহরের প্রতি আমার নিরাশা”।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। রাস্তায় জল জমে থাকায় শ্লথগতিতে এগচ্ছে গাড়ি। কোথাও আবার গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এককথায় যানজটে আটকে সাধারণ মানুষ। আর এমন সময়ে নাগরিকদের পাশে থাকাই সরকারের কর্তব্য। কিন্তু সে দিকে কোনও নজরই নেই বিজেপি সরকারের। অথচ ‘যোগ দিবস’-এ শরীরচর্চা থেকে মেয়ের সঙ্গে সেলফি তুলে, ট্যুইটারে পোস্ট করতে বেশ উদ্যোগী এই সরকার। কিন্তু সেলফি আর যোগ দিয়ে মাতিয়ে রাখাটা প্রকৃত সরকারের কাজ নয়। বরং নাগরিকদের নিরাপদে রাখাটাই তাদের দায়িত্ব। মোদী সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বলিউডের নায়িকা নেহা ধুপিয়া। যদিও সামনাসামনি নেহা সমর্থন না পেলেও পরোে অনেকেই নায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া