adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আনোয়ার, আমান ও মিন্টুকে আত্মসমর্পণের নির্দেশ

tarikulনিজস্ব প্রতিবেদক : নাশকতার ৪ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে এক সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপির ওই ৪ নেতাকে ৫৬ মামলায় দেয়া হাইকোর্টের জামিনের স্থগিতাদেশ চেয়ে করা রাষ্ট্রপরে আবেদনের শুনানি শেষে সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

মামলাগুলোর মধ্যে রয়েছে এম কে আনোয়ারের ৯টি, তরিকুল ইসলামের ৪টি, আব্দুল আউয়াল মিন্টুর ১টি ও আমান উল্লাহ আমানের ৪২টি।
আদালতে রাষ্ট্রপে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
উল্লেখ্য, গত ৯ জুলাই পৃথক পৃথক আবেদনের প্রেেিত ওই ৪ নেতাকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ১৪ জুলাই এ জামিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপ। ২১ জুলাই সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার বেঞ্চ আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিলেও স্থগিতাদেশ দেননি। পূর্ণাঙ্গ বেঞ্চে ২৭ জুলাই শুনানির দিন ধার্য হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া