adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা ও কলকাতায় ‘রক্তকরবী’

Moncho-ho-thereport24বিনোদন ডেস্ক : ঢাকা ও কলকাতায় মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাঙ্গণেমোরের নাট্যপ্রযোজনা ‘রক্তকরবী’। ২৬ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে। এরপর ০১ আগস্ট কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নির্দেশক নূনা আফরোজ বলেন, কলকাতার নাট্যদল ‘পূর্ব-পশ্চিম’ আয়োজিত নাট্যোৎসবে মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘রক্তকরবী’। ২৮ থেকে ০২ আগস্ট কলকাতায় শুরু হচ্ছে এই নাট্যাতসব। এতে ০১ আগস্ট মঞ্চস্থ হবে ‘রক্তকরবী’। প্রাঙ্গণেমোরের সদ্যসরা ৩১ জুলাই কলকাতায় যাবে। এই প্রদর্শনীটি প্রাঙ্গণেমোরের জন্য অনেক সম্মানের।’

তিনি আরও বলেন, ‘কলকাতা যাওয়ার আগে ২৬ জুলাই ঢাকার জাতীয় নাট্যশালায় নাটকটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীকে কলকাতা শো’-এর এক ধরনের প্রস্তুতিও বলা যেতে পারে।’
নাটকটিতে অভিনয় করছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, জসিম, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, সুমী, শুভেচ্ছা, মনির, শুভ, সুজয়, চৈতী ও সোহাগ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া