adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দর্শক ভিজছে ‘পদ্ম পাতার জলে’

PADMAবিনোদন রিপোর্ট : নির্মাতা তন্ময় তানসেন ইমন এবং মিমকে জুটিবদ্ধ করে নির্মাণ করেছেন ‘পদ্ম পাতার জল’। ছবিটি এবারের ঈদে মুক্তি পেয়েছে।

নির্মাণের সময় পরিচালক এ দুই তারকার কাছ থেকে তাদের অভিনয় জীবনের সেরাটুকু বের করে আনার চেষ্টা করেছেন। তার প্রমাণ মিলেছে রাজধানীসহ ঢাকার বাইরের বিভিন্ন সিনেমা হলগুলোতে।
ঈদের দিন থেকেই বৃষ্টি উপো করে ‘পদ্ম পাতার জল’ দেখতে হলমুখী হয়েছেন দর্শক- এমন খবরই পাওয়া যাচ্ছে বিভিন্ন স্থান থেকে। অনেকেই বলেছেন, ঈদের ছবির মধ্যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা হচ্ছে ‘পদ্ম পাতার জল’।

রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, বলাকা ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপ সূত্রে জানা গেছে, প্রায় প্রতিটি শো’তে দর্শকের উপস্থিতি বিশেষ করে মহিলা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকরা বলেছেন, মৌলিক গল্প, দেশের বিভিন্ন অঞ্চলের মনোরম লোকেশনে দৃশ্যায়ন, শ্র“তিমধুর গান এবং সর্বোপরি চমতকার সংলাপে মুগ্ধ হচ্ছেন তারা।
ছবিটি প্রযোজনা করেছে ট্রাইপড স্টুডিও ও কাহিনী লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া