adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরের বাবার লাঠির আঘাতে কনের বাবার মৃত্যু

Gaibandha1437572425ডেস্ক রিপোর্ট : জেলার গোবিন্দগঞ্জে বিয়ের আসরে লেনদেন নিয়ে দর-কষাকষির সময়ে বরের বাবার লাঠির আঘাতে কনের বাবা খুন হয়েছেন।
গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়জার রহমান ওরফে ভুট্টু মিয়া (৪০) ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
হরিরামপুর ইউনিয়নের ওই গ্রামে সোমবার রাতে এনগেজমেন্ট অনুষ্ঠানে আলোচনায় কনেকে নাক ফুলের বদলে টাকা দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডা চলছিল। এ নিয়ে বর ও কণেপক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে বরের বাবার লাঠির আঘাতে কনের বাবা ফয়জার রহমান আহত হন। রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাখালবুরুজ গ্রামের আফছার আলীর ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভুট্টু মিয়ার মেয়ে শাহীনুর খাতুনের বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা চলছিল।
এ সময় মেয়েপক্ষ ছেলেকে আংটি পরিয়ে দিলেও ছেলেপক্ষ মেয়েকে নাকফুলের বদলে টাকা দেয়। কনেপক্ষ ব্যাপারটিকে তাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে- উল্লেখ করে প্রতিবাদ জানায়।  এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বিয়ে বাতিল বলে ঘোষণা দেন কনের বাবা ভুট্টু মিয়া।
এ সময় বরের বাবা আফছার আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সজোরে ভুট্টু মিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা ভুট্টু মিয়াকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিতসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া