adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমুদ্রে নিখোঁজ নাট্যকার ফারুক হোসেনের এখনও সন্ধান মেলেনি

coxs-Farook_1জামাল জাহেদ, কক্সবাজার : পর্যটননগরী কক্সবাজারের পেঁচার দ্বীপ এলাকার মারমেড ইকো রিসোর্ট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাট্যকার ফারুক হোসেন নিখোঁজ রয়েছেন। রোববার বেলা ৩টার দিকে বরেণ্য কবি নির্মলেন্দু গুণের মেয়ে নাট্য নির্মাতা মৃত্তিকা গুণসহ গোসল করতে নামলে ফারুক হোসেন সাগরে ভেসে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারুক হোসেনের সন্ধানে কাজ করছে সংশ্লিষ্টরা। 

এ বিষয়ে মৃত্তিকা গুণ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সমুদ্রের সৈকতে আমরা অনেকেই গোসল করতে নেমেছিলাম। এর মধ্যে ফারুককে হাঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না।’ ফারুক হোসেন মৃত্তিকার বন্ধু। উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমাদারে বিষয়টি স্বীকার করে বলেন, ‘নাট্যাকার ফারুক হোসেনকে উদ্ধারের চেষ্টা চলছে।’ নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন ফারুক হোসেন। সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ করছেন মৃত্তিকা গুণ। আর মৃত্তিকার বন্ধু ফারুক হোসেন। এছাড়া ফারুক হোসেন হিমেল আশরাফের পরিচালনায় ‘সুলতানা বিবিয়ানা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ওয়ারিশ’ ও ‘পুলিশগিরি’ ছবির চিত্রনাট্য লেখার কাজ করছিলেন। সেই সঙ্গে ‘আম্মাজান’ ও ‘ছুটির ঘণ্টা’ (রিমেক) ছবিরও চিত্রনাট্য লিখছিলেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া