adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বমিডিয়ায় মাশরাফিদের প্রশংসা

WORLD MEDIAস্পোর্টস ডেস্ক : প্রশংসা চলছিল সেই বিশ্বকাপ থেকে। যেখানে কোয়ার্টার ফাইনালে উঠে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ। বিশ্বমিডিয়ায় রোল ওঠে বাংলাদেশকে নিয়ে। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পরও একই চিত্র। মাশরাফিদের নিয়ে প্রস্তুুতির পাহাড়। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পরও থেমে নেই প্রশংসার জয়গান। ভারতীয় গনমাধ্যমসহ বিশ্ব মিডিয়ায় এখন ভীষণ আলোচিত বাংলাদেশের ক্রিকেট। প্রশংসার বৃষ্টিতে সিক্ত হচ্ছে টিম টাইগার্স।
ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার একাধিক স্টোরি ছাপিয়েছে। লিড নিউজের শিরোনাম, ‘আফ্রিকান সিংহও বিধ্বস্ত, বিশ্ব ক্রিকেটে ব্যাঘ্রগর্জন।’ পরের নিউজের শিরোনাম, ‘প্রতিভার কোহিনূরের ছটায় বিশ্বজুড়ে এখন বাঘের ডাক’। সমর্থকদের উল্লাস নিয়ে ছাপানো আরও একটি নিউজের শিরোনাম, ‘সিরিজ জিতে রাতভর রাজপথে বিজয়োল্লাস’। তবে সবচেয়ে মজার শিরোনাম দিয়েছে আইবিএনলাইভ। সংবাদমাধ্যমটির হেডলাইনটি এমন, ‘যা হওয়ার তাই হয়েছে’ (অ্যাজ ইট হ্যাপেন্ড)।
ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি বলেছে, ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে টানা চতুর্থ সিরিজ জয়। ইয়াহু নিউজ লিখেছে, তৃতীয় ওডিআইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ এ সিরিজ জয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা জয়। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর শিরোনাম বেশ কাব্যিক, ‘বাংলাদেশের তোজোদ্দীপ্ত সিরিজ জয়। ভারতের অনলাইন পোর্টাল কলকাতা ২৪/৭ লিখিয়েছে, ‘প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ’। আরেকটি খবরের শিরোনাম, ‘পাকিস্তান ও ভারতকে হারিয়ে আত্ববিশ্বাস বেড়েছে বাংলাদেশের’। মূল নিউজের শিরোনাম, ‘সিরিজ জয়ের দিন রেকর্ডের ফুলঝুড়ি টাইগারদের’।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘বাংলাদেশের এই সাফল্য কোন ফ্লুক নয়’। পাকিস্তানের শীর্ষসারির দৈনিক ডন পত্রিকা লিখেছে, ‘প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের’। সব মিলিয়ে টাইগারদের গুনকীর্তন এখন সব জায়গায়। সাফল্যের এই ধারা বজায় থাকুক আগামী দিনগুলোতেও এই কামনা দেশের কোটি কোটি ভক্ত-সমর্থকদের।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া