adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট আনন্দে ঈদ শুরু – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

CRICKET-BAN-RSAনিজস্ব প্রতিবেদক : টানার চার চারটি সিরিজ জিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লো বাংলাদেশ। জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের পরে বাংলাদেশের এবারের শিকার র‌্যাংকিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের মাঠে এ দলটিকে হারিয়ে সাত বছর আগের প্রতিশোধও নেয়া হলো টাইগারদের। ২০০৮ সালের মার্চে একমাত্র ওয়ানডে ম্যাচে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। সেই দুঃস্মৃতি বুকে ধারণ করেই মাঠে নামে টাইগাররা। আজ একই ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মধুর প্রতিশোধও নেয় মাশরাফির দল। একদিনের ক্রিকেটে টানা চার চারটি সিরিজ জয় লাল- সবুজের দেশটির ইতিহাস। দেশ ভাসছে এখন আনন্দের জোয়াড়ে। ঈদ আনন্দের আগেই দেশবাসি সিরিজ জয়ের আনন্দে উদ্বেলিত। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগের দিন বলেছিলেন, সব বিভাগে পারফর্ম করেই সিরিজ জিতবো। তার কথার বাস্তব প্রতিফলন চট্টলার মাঠে। দল জিতল ৯ উইকেটে।  দুই ওপেনার সৌম্য সরকার আর তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে প্রোটিয়াস বোলাররা দিশেহারা। লাল-সবুজের জয় যখন হাতের কাছে, ঠিক সেই সময় অনাকাঙিক্ষত বিদায় সৌম্য সরকারের। মাঠ ছাড়ার আগে ৯০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। ১৩টি বাউন্ডারী আর ১টি ওভার বাউন্ডারী দিয়ে এই ইনিংস সাজিয়েছেন তিনি। সৌম্যের জায়গায় লিটন দাস নামলেও তাকে বেশিক্ষণ লড়তে হয়নি। ক্রিজের অপর প্রান্তে ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল বাকি কাজটুকু সেরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তিনি ৭৭ বল খেলে ৭টি বাউন্ডারির কল্যাণে হার না মানা ৬১ রান করেন। অপরপ্রান্তে ৫ রান নিয়ে লিটন দাস অপরাজিত থেকে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৭০ রানে।   চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বোলাররাই মূলত সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠার সব উপলক্ষ তৈরি করে রেখেছিলেন। বাকি কাজটা যখন ব্যাটসম্যানরা সেরে দিলেন, তখন স্টেডিয়ামে শুরু হয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 
বিকালে টসে জিতে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৫০ রানে ৪ উইকেট পতনের পর যখন বাংলাদেশের মুখে বিস্তৃত হাসি। তখন কালো মেঘ বৃষ্টি হয়ে ভাসিয়ে দিল। তবে বৃষ্টিতেও টাইগার বোলারদের ছন্দ নষ্ট হয়নি। বরং স্লগ করে রানটাকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকাকে। শেষ ৫ ওভারে রানের ঝড়ের বদলে হলো উইকেটের বৃষ্টি। মাত্র ১৯ রানে রানে পড়ল ৪ উইকেট। 
জেপি ডুমিনির ফিফটির পরও তাই দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ৯ উইকেটে করেছে ১৬৮। দক্ষিণ আফ্রিকার এ রানের পেছনে বড় অবদান ডেভিড মিলার-জেপি ডুমিনির পঞ্চম উইকেটে তোলা ৬৩ রান। বিপর্যয় সামলানোর জোর চেষ্টা চালিয়েছিল এ জুটিই। এরপর ষষ্ঠ উইকেটে ফারহান বেহারডিয়ান-ডুমিনির ষষ্ঠ উইকেটে তোলা ৩৬ রানের কল্যাণে ১৬৮ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭০। বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে সফল। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট পাওয়ার দিনে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটো করে উইকেট মুস্তাফিজ আর রুবেল। এর মধ্যে রুবেলের দুটো উইকেটই ইনিংসের শেষ ওভারে। মুস্তাফিজ ৮ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান। আরও একটি দুর্দান্ত অফকাটারে ফিরিয়েছেন রাবাদাকে। একটি করে উইকেট মাহমুদউল্লাহ ও মাশরাফির। এর মধ্যে মাশরাফির উইকেটটি তাকেও ঢুকিয়ে দিয়েছে ২০০ উইকেটের ক্লাবে।
দ্বিতীয় ওয়ানডের মতো আজও শুরুতেই প্রোটিয়াদের চেপে ধরে বাংলাদেশ। এদিনও শুরুর আঘাত মুস্তাফিজের। আগের ম্যাচেও কুইন্টন ডি কককে ফিরিয়েছিলেন। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচেও তার আঘাতেই ফিরলেন ডি কক। ডি কক ফিরে যাওয়ার পর সাকিবের শিকার হয়ে দলীয় ১৯ রানের মাথায় ফিরে গেছেন ডু প্লেসি। তৃতীয় উইকেটে অবশ্য ২৬ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান আমলা-রুশো। সেটিও ব্যর্থ করে দেন সাকিব। ১৩ রানের মাথায় সাকিবের বলে সাব্বিরের হাতে জীবন পেয়েও শেষ রক্ষা হয়নি আমলার। আমলা ১৫ রানে ফিরেছেন সাকিবের বলেই। এরপর মাহমুদউল্লাহর বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৭ রান করা রুশোও।
গত ম্যাচে প্রথম ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ১ উইকেটে ৩৮ রান। গতকাল ছিলো আরও শোচনীয়-১০ ওভারে ২ উইকেটে ৩০। স্পিন-পেস-বাংলাদেশের দ্বিমুখী আক্রমণে শুরু থেকেই কাঁপছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির আগে ওভার প্রতি দক্ষিণ আফ্রিকার রানের গড় ছিল সাড়ে তিনেরও নিচে। বৃষ্টি শুরুর আগে ২৩ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪ উইকেটে ৭৮ রান। বৃষ্টির পরের ১৭ ওভারে ৫ উইকেটে ৯০। বৃষ্টির পরও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশের বোলাররা। সাব্বিরের অসাধারণ ক্যাচে মিলারকে ফিরিয়েছেন মাশরাফি। বৃষ্টি হতে পারে দেখেই হাত খুলে মারতে শুরু করেছিলেন মিলার। ভাগ্য ভালো মিলার ‘কিলার’ হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়েছেন অধিনায়ক। আমলার সহজ ক্যাচ ফেলার ‘পাপ’ ঘোচাতে সাব্বির আরও একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লং অনে। 
এদিকে বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্পীকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও আইসিসির সাবেক সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। 
ম্যান অব দ্য ম্যাচ – সৌম্য সরকার

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া