adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একশ হলে মাহির অ্যাকশন ‘অগ্নি টু’

mahiবিনোদন রিপোর্ট : ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মাহি অভিনীত আলোচিত সিনেমা অগ্নি টু। যৌথভাবে প্রযোজিত এ সিনেমাটি সারা দেশের একশত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 
বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাচ্ছে-  স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, ঢাকা। ব্লকবাস্টার সিনেমাস, যমুনা ফিউচার পার্ক, ঢাকা। শ্যামলী সিনেপ্লেক্স, ঢাকা। মধুমতি, ঢাকা। গীত, ঢাকা। পূর্ণিমা, ঢাকা। পূণম, ঢাকা। রাণীমহল, ঢাকা। আগমনি, ঢাকা। সৈনিক ক্লাব, বনানী, ঢাকা। বি. জি.বি, ঢাকা। নিউ গুলশান, জিঞ্জিরা, ঢাকা। সনি, ঢাকা। কাজী নজরুল ইসলাম অডিটরিয়াম, সিলেট। দুলাল, ফেনী। ফাল্গুনী, নাগরপুর, টাংগাইল। কেয়া, টাংগাইল। কল্লোল, মধুপুর, টাংগাইল। আলমাস, চট্টগ্রাম। 
কাকলি, শেরপুর। আনারকলি, টঙ্গী, গাজীপুর। মানসী, কিশোরগঞ্জ। মিলন, মাদারীপুর। মর্ডাণ, দিনাজপুর। মমতাজ, সিরাজগঞ্জ। মনিহার, যশোর। মণিকা, শাহতাজগঞ্জ। মুন, হোমনা।  মৌসুমী, পাকুন্দা। নিউ রজনীগন্ধা, চালা, সিরাজগঞ্জ। নবীন, মানিকগঞ্জ। অভিরুচী, বরিশাল। প্রিয়া, ঝিনাইদাহ। আশা, নারায়নগঞ্জ। পূর্বাশা, সান্তাহার। বলাকা, ঠাকুরগাঁও। রাজ, কুলিয়ারচড়। রাজমহল, চাপাই নবাবগঞ্জ। বনানী, কুষ্টিয়া। সাধনা, রাজবাড়ি। শাহীন, বল্লা বাজার, টাংগাইল। শংখ, খুলনা। শাবলা, রংপুর। সোনিয়া বগুড়া। 
সোনালি, তাকেরহুট। তাজ, গাইবান্ধা। তিতাস, পটুয়াখালি। তামান্না, সৈয়দপুর। উপহার, রাজশাহী। উর্বশী, ফুলবাড়িয়া, দিনাজপুর। মনোয়ার, জামালপুর। সন্ধ্যা, পটিয়া। পৃথিবী, জয়পুরহাট। বর্ষা, জয়দেবপুর, গাজীপুর।  রাজমনি, ভোলা। চালন্তিকা সিনেমা, গোপালদি। রুমা, মুক্তাগাছা। বর্ণালি, শাহজাদপুর। বর্ণালি, নয়াপাড়া। তিথি, গোবিন্দগঞ্জ। ছায়াবানি, নাটোর। বিনা, পাবনা। আলো ছায়া, শরীয়তপুর। ফিরোজ মহল, পাগলা, নারায়ণগঞ্জ। কানন, সাগরদিঘী, ঘাটাইল। ভিক্টরিয়া, শ্রীমঙ্গল। চিত্রাবানী সিনেমা, গোপালগঞ্জ। 
ছায়াবানী, ময়মনসিংহ। সন্ধ্যা, হাসনাবাদ। সাগরি, চড়ফ্যাশন। মুকুল, কটিয়াদি। দর্শন, ভৈরব। জিকু, নাগেশ্বরী। মুক্তা, রাণীসংখালি। নবীন, নবীনগর। নটরাজ, চুয়াডাঙা। পূর্বাশা, মাগুরা। রংধনু, নাজিপুর। স্টার ভিউ, কংসনগর। আজাদ, পাটার হাট। পলাশী, শিবচড়। কনকন, মোহনগঞ্জ। প্রীতি, আগলা। শাপলা, শ্রীপুর। জ্যোতি, কাজীরহাট। লাকী, কোম্পানিগঞ্জ। মল্লিকা, উল্লাপাড়া। মানবী, খুকশা। মৌবাক, ভাঙ্গুরা। রিয়ামহল, নোয়াপাড়া। সোহাগ, ঘোড়াশাল। মণিহার, মাধবপুর। মনোরমা, কাপাসিয়া। বুলবুল, চিতলমারী। চিত্রালি, খুলনা। চন্দ্রিমা, শ্রীপুর। ক্লিওপ্রেট্টা, ধুনট, বগুড়া। সংগীতা, সাতক্ষীরা।   
৯ জুলাই বৃহস্পতিবার, সিনেমাটি ‘আনকাট’ ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। অগ্নির মতো এই সিক্যুয়ালেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তবে এবারে তার বিপরীতে দেখা যাবে কলকাতার ওমকে। এই ছবিতেও ভিন্নধারার অ্যাকশন লুকে দেখা যাবে মাহিকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া