adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের রায় বৃহস্পতিবার

forkanনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ফোরকান মল্লিকের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।
মঙ্গলবার ট্রাইব্যুাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমা বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন।
এর আগে গত ১৪ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। গত ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত তিনদিনে ফোরকানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন মামলার প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
এছাড়াও গত ২ জুন আসামীর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করে তা তিন কার্য্য দিবসে শেষ করেন আসামীপক্ষের আইনজীবী আব্দুছ ছালাম খান। উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর ফোরকান মল্লিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর ২ ডিসেম্বর তার বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত বছরের ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তোর দেখিয়ে মো. ফোরকান মল্লিককে করাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৫ জুন মো. ফোরকান মোল্লিককে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ফোরকানের বিরুদ্ধে গত ২৬ জুন থেকে তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে তদন্ত করেন তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জণ রায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া