adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোলিংয়ে সাকিব, ব্যাটিংয়ে সেরা তামিম

sakib-tamim-নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে সবচেয়ে বেশি সফল চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। তামিম ১২ ম্যাচে ৩৯১ রান করেছেন। সবচেয়ে বেশি সফল হলেও একটু আক্ষেপ থাকতে পারে তামিমের। নিজ শহরে রঙিন জার্সিতে এখনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। গত কয়েক ম্যাচ ধরে সেভাবে ফর্মেও নেই। তবে ভক্তদের প্রত্যাশা তামিম নিজ শহরে দুর্দান্ত খেলেই ফর্মে ফিরবেন।
একই ভেন্যুতে ব্যাট হাতে সবচেয়ে সফল তামিম হলেও বল হাতে সফল বন্ধু সাকিব আল হাসান। সাকিব ১৩ ম্যাচে ২৭ উইকেট নিজের পকেট পুরেছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ২০০৮ সালের ৯ মার্চ ওই ম্যাচে ৯ উইকেটে হার মেনেছিল স্বাগতিকরা। তবে নতুন বাংলাদেশ তাদের পয়মন্ত এই ভেন্যুতে খেলতে নামার আগে আগের ম্যাচগুলোর অনুপ্রেরণা নিশ্চই পাচ্ছে। বিগত ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাসের রসদ নিয়ে কাল বুধবার দুপুর ৩টায় সিরিজ নির্ধারিণী ম্যাচে অতিথি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এরই মধ্যে ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে ৯টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ, দুটি ম্যাচ হয়েছে আবার পরিত্যক্ত। বাকি ৬টি ম্যাচে হার দেখতে হয়েছে বাংলাদেশকে।
সোমবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব বিভাগে দুর্দান্ত ক্রিকেট খেলে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশ। ক্রিকেট ভক্তদের আশা পয়মন্ত ভেন্যুতে দক্ষিণ আফ্রিকোর বিপক্ষে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। সফল দুই বন্ধুর দিকেই কাল শুরু হওয়া তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে তাকিয়ে আছে ক্রিকেট ভক্তরা।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া