adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘সুসময়ে সকলেই’

HANIFবিনোদন রিপোর্ট : প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বিশিষ্ট নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘সুসময়ে সকলেইৃ’। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে। মিজান সাহেব একজন লেখক। তার এক ছেলে ও এক মেয়ে। মিজান সাহেবের লেখালেখি নিয়ে ঘরে-বাইরে ঘটতে থাকে নানান ঘটনা। আর এসব ঘটনা নিয়েই রচিত হয়েছে ‘সুসময়ে সকলেই’ নাটকের কাহিনী। নাটকটিতে মিজান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। 
এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মীর সাব্বির, তারিন, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, আব্দুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, রতন খান, নজর“ল ইসলামসহ অনেকে। ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া