adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমাদের গুলি করে মারেন, নইলে বেতন দিন’

Garments1নিজস্ব প্রতিবেদক : ‘ঈদ আসলে আপনারা বিদেশে শপিং করতে যান, আর আমরা তিন মাস ধরে বেতন পাই না। আমাদের বেতনের ব্যবস্থা করেন, না হয় গুলি করে মারেন। আমাদের উপর লাঠিচার্জ করেন, কোনো আপত্তি নাই, আমাদের তো পুঁটি মাছের আত্মা।
এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বকেয়া বেতন, ঈদ বোনাস প্রদান, বেআইনীভাবে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে রোববার সকাল থেকে শ্রমিকরা এ অবস্থান কর্মসূচিতে অবস্থান নেয়। এ সময় সরকারের উদ্দেশে এ সব কথা বলেন সোয়ান গার্মেন্টসের শ্রমিক আফরোজা আক্তার। এ সময় অবস্থান কর্মসূচি পুলিশ ঘিরে রাখে।
যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ অবস্থান কর্মসূচি চলবে বরে জানান আফরোজা আক্তার।
এ সময় অবস্থানরত শ্রমিকরা ‘তিন মাস বেতন দেয় না, প্রধানমন্ত্রী খবর নেয় না’, ‘পেটে জ্বলছে ক্ষুধার আগুন, সেই আগুন ছড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান খান বলেন, ‘এখন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গার্মেন্টস মালিকের কাছে পাওনা আদায় করতে হবে।’
এ ছাড়া বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, সিপিবির কেন্দ্রীয় নেতা জলি তালুকদার, শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালিকুজ্জামান লিপন, শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, রুহুল আমিন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া