adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭২ হাজার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জব্দ- ছাপাখানার মালিকসহ আটক-৪

CARDজামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা পুলিশের সহায়তায় থানা পুলিশ দু’দফা অভিযান চালিয়ে স্থানীয়ভাবে ছাপানো নকল ৭২ হাজার কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জব্দ করেছে । এঘটনায় জড়িত অভিযোগে দুটি ছাপাখানার মালিকসহ আটক করা হয়েছে ৪জনকে । 
বুধবার রাত সাড়ে ৮ টা ও বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয় ।আটককৃতরা হলেন,
CARD-1এ.হোসাইন কম্পিউটার এন্ড অফসেট প্রেসের মালিক ও চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আনোয়ার হোসেনের ছেলে ওসমান গণি(৩৫), আদর্শ ছাপাখানার মালিক ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কোটকান্দির হযরত আলী মোল্লার ছেলে মো.ইউছুফ (৩০) এবং এ.হোসাইন কম্পিউটার এন্ড অফসেট প্রেসের কর্মচারী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোদারপাড়ার আইয়ুব আলীর ছেলে মো.রাকিব(২০) ও জাতীয় পরিচয়পত্র ছাপানোর অর্ডার দেয়া গ্রামীণ কোম্পানীর কর্মচারী চাঁদপুর মতলব থানার নয়ানগর এলাকার মো.আবদুর রশিদের ছেলে শাফায়েত হোসেন(৩০) । চকরিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) রুহুল আমিন বলেন, গোয়েন্দা পুলিশের কাছ থেকে খবর পেয়ে এসআই দেবাশীষ সরকারসহ রাতে অভিযান চালিয়ে ৭২ হাজার কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ তিনজনকে আটক করি । পরে তাদের স্বীকারোক্তিমতে জাতীয় পরিচয় পত্র ছাপানোর অর্ডার দেয়া শাফায়েতকে গতকাল সকালে আটক করি । তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান । গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সরকারী নির্দেশনা উপেক্ষা করে সিম কার্ড বিক্রয়ের জন্য কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ৭২ হাজার নারী-পূরুষের ছবি সংগ্রহ করে নকল জাতীয় পরিচয় পত্র তৈরী করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া