adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একটি ম্যাচ জিততে চান মাশরাফি


1.+MASHRAFEE+1নিজস্ব প্রতিবেদক : ক্যারিয়ার জুড়ে মাঠের ভেতরে-বাইরে অসংখ্য চ্যালেঞ্জ জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। এখন বাংলাদেশ অধিনায়ক মুখোমুখি নতুন একটি চ্যালেঞ্জের। দক্ষিণ আফ্রিকার কাছে টানা তিন ম্যাচে হারা সতীর্থদের উজ্জীবিত করা, দলকে জয়ে ফেরানো।
গত নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারানো দিয়ে শুরু। হতাশায় মোড়ানো বাংলাদেশ ক্রিকেটের ২০১৪ সাল শেষ হয়েছিল জয়ে ফেরার স্বস্তিতে। এরপর বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের কন্ডিশনে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে তার দল খেলেছে কোয়ার্টার-ফাইনালে। ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বস্তি পরে রূপ নিয়েছে হোয়াইটওয়াশ করার বাধভাঙা আনন্দে। এই স্রোতে জয় মিলেছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও। সেই সাফল্যের রেশ থাকতে থাকতেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। প্রতিদিনই নিজেদের ছাড়িয়ে যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেট।
এই সাফল্যের মূল কারিগর মানা হচ্ছিল মাশরাফিকে। অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে বাংলাদেশ দলের খোলনলচেই পাল্টে দিয়েছিলেন মাশরাফি। নুয়ে পড়া শরীরী ভাষার দলটির ভেতরে বুনেছিলেন আগ্রাসনের বীজ। দলকে করে তুলেছিলেন জয়ের জন্য ক্ষুধার্ত। 
এরপরই ছন্দপতন। অধিনায়ক মাশরাফির এই মধুচন্দ্রিমা একটা সময় শেষ হতোই। সেই সময়টা এল এই দক্ষিণ আফ্রিকা সিরিজে। দুটি টি-টোয়েন্টিতে হারের পর প্রথম ওয়ানডেতেও পাত্তা পায়নি বাংলাদেশ। মাত্র এই তিন হারেই অবশ্যই আবার দু:সময়ের বলয়ে পড়ে যাচ্ছে না বাংলাদেশ। তবে শঙ্কা জাগাচ্ছে হারের ধরনটা। একটি ম্যাচেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। লড়াই করার মানসিকতাটাই দেখাতে পারেনি মাঠে। শরীরী ভাষায় সেই বারুদ যেন উধাও। মনে হয়েছে, ক্লান্ত-শ্রান্ত একটি দল। ব্যাটিংয়ে ছিল না পরিকল্পনার ছাপ। দেখা গেল সেই আগের মতো থিতু হয়ে উইকেট ছুঁড়ে আসা এবং দৃষ্টিকটু শটে উইকেট বিলিয়ে আসার প্রতিযাগিতা।
প্রশ্নবিদ্ধ দলের একাদশ সাজানোও। বরাবরই যে মাশরাফির কণ্ঠে আক্রমণাত্মক ক্রিকেটের জয়গান, যা গত কিছু দিনেই হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ‘ব্র্যান্ড’, সেই মাশরাফিই শুক্রবার প্রথম ওয়ানডেতে ৪০ ওভারের ম্যাচে একাদশ সাজিয়েছেন ৮ ব্যাটসম্যান নিয়ে!
দল জিততে থাকলে চোখে পড়ে না অনেক কিছুই। হারলে বেরিয়ে আসে অনেক গলদ। একজন অধিনায়কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়টাতেই। দল হারতে থাকলে ক্রিকেটারদের মনে ঢুকে যায় শঙ্কা, সংশয়। নড়ে যায় আত্মবিশ্বাস, প্রশ্ন জাগে নিজের সামর্থ্য নিয়েই। প্রক্রিয়াগুলোও তখন আর ঠিক থাকে না। অধিনায়কের চ্যালেঞ্জ, সবার মন থেকে ওই সংশয়গুলো দূর করার। আত্মবিশ্বাস ফিরিয়ে আনার। দলকে উজ্জীবিত করা, লড়াই করার শক্তি ও সাহস জোগানোর। অধিনায়ক মাশরাফির সামনেও এখন এই চ্যালেঞ্জ।
বাংলাদেশ ক্রিকেটে যত ওলট-পালটই হোক, একটা ব্যাপার প্রায় অবিনশ্বর, চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পান না মাশরাফি। তার ক্যারিয়ারটাই তো অসম্ভবকে সম্ভব করা গল্প, অসংখ্য চ্যালেঞ্জ জয় করার উদাহরণে ঠাসা। মাশরাফি ভয় পাচ্ছেনও না। সময়টা চ্যালেঞ্জিং, তিনি মানছেন। এবং চ্যালেঞ্জটাও নিচ্ছেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া